• বিশ্বকাপ ২০১৪
  • " />

     

    হারের পর বিক্ষুব্ধ পাকিস্তান!

    হারের পর বিক্ষুব্ধ পাকিস্তান!    

    ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচের আগে হয়তো আশায় বুক বেঁধেছিলেন অনেক পাকিস্তান সমর্থন। এই ওয়েস্ট ইন্ডিজকে তো বলেকয়ে হারিয়েছে আয়ারল্যান্ড, তাদেরকে হারানো নিশ্চয় অত কঠিন কিছু হবে না। কিন্তু তাদের কাছেই আজ একরকম অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। লজ্জাজনক এই হারের পর তাই ক্ষোভের বাঁধ ভেঙে গেছে দেশটির সমর্থকদের, রাস্তায় রীতিমতো ক্রিকেটারদের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।

     

    মুলতানের রাস্তায় আজ প্রতীকী একটা শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের ব্যাট কফিনে পুরে বিক্ষোভ করেছেন সমর্থকেরা। শামা নামের এক মহিলার কথা থেকেই বোঝা যায় কতটা হতাশ করেছেন আফ্রিদিরা, "এই ম্যাচে অন্তত আশা করেছিলাম পাকিস্তান জিতবে। এই দলের খেলা আর আমরা দেখছি না।"

     

     

    আরেক সমর্থক রাফিয়া দায় চাপিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের ওপর। দায় যারই হোক, পাকিস্তানের পিঠ এখন ঠেকে গেছে দেয়ালে। শুধু মুলতানই নয়, বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারের পর প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে পাকিস্তানের অন্যান্য শহরেও।  জিম্বাবুয়ের সঙ্গে পরের ম্যাচটা মিসবাহদের জন্য বিশাল একটা অগ্নিপরীক্ষাও।