• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
  • " />

     

    বৃষ্টি পণ্ড করে দিল মোস্তাফিজদের অনুশীলন

    বৃষ্টি পণ্ড করে দিল মোস্তাফিজদের অনুশীলন    

    স্কোর

    দ্বিতীয় দিন শেষে

    বাংলাদেশ ১ম ইনিংস ৪১১/৬

    নিউজিল্যান্ড একাদশ ১ম ইনিংস ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩; মোস্তাফিজ ৫-২-৯-১, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৮-০, এবাদত ১-০-৪-১)

    ম্যাচ ড্র 


    প্রথম দিন অনুশীলনটা ভালোই হয়েছিল ব্যাটসম্যানদের। তবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলারদের সে সুযোগ আর তেমন হলো কই? বৃষ্টির বাধায় মাত্র ১২ ওভার খেলা হয়েছে আজ, ৫৭ রানে তাতে ২ উইকেট তুলেছে নিউজিল্যান্ড একাদশ। মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনের উইকেট দুটিই আজকের দিনের প্রাপ্তি।

     

     

    কাল প্রথম ইনিংসে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে লিঙ্কন ছিল মেঘে ঢাকা। দিনের চতুর্থ বলেই উইকেট পেয়ে যায় বাংলাদেশ, মোস্তাফিজের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যাকব ভুলা। অন্যদিক থেকে আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার অবশ্য খেলছিলেন টি-টোয়েন্টি মেজাজে, আবু জায়েদের তিন ওভার থেকে নিয়েছেন ৩৪ রান। ৯.১ ওভারে ৫০ রান হয়ে গেছে নিউজিল্যান্ড একাদশের। এরপর বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাজিমাত এবাদতের, ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড করেছেন ফ্লেচারকে। ৩২ বলে ৪৩ রান করেই আউট হয়ে গেছেন ফ্লেচার। ১২ ওভার খেলার পরেই নেমেছে বৃষ্টি, দিনের বাকি খেলা পণ্ড হয়ে গেছে তাতেই।

    ২৮ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।