• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'আর্মি ক্যাপ' পরায় কোহলিদের শাস্তি চায় পিসিবি

    'আর্মি ক্যাপ' পরায় কোহলিদের শাস্তি চায় পিসিবি    

    কাশ্মীর ইস্যুতে গত এক মাসে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাবটা পড়েছে ক্রিকেটেও, বিশ্বকাপে দুই দেশের ম্যাচ হওয়াটা এখনো অনিশ্চিত। এই আগুনে ঘি ঢেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিরাট কোহলিদের ‘আর্মি ক্যাপ’ পরে মাঠে নামা। ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন জানিয়ে কোহলিদের এমন কাজে ভীষণ চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোহলিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইসিসির কাছে আবেদনও জানিয়েছেন তাঁরা।

    রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মহেন্দ্র সিং ধোনি দলের সবার হাতে তুলে দিয়েছিলেন আর্মি ক্যাপ। পুরো ম্যাচে এই ক্যাপ পরেই খেলেছেন দলের সবাই। পুলওয়ামাতে নিহত সেনা সদস্যদের প্রতি সমবেদনা জানাতেই এমনটা করেছিলেন তাঁরা।

    পিসিবির চেয়ারম্যান এহসান মনি বলছেন, কোহলিদের আর্মি ক্যাপ পরে মাঠে নামা একদমই উচিত হয়নি, ‘আমরা আইসিসির কাছে অভিযোগ করেছি। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি ক্রিকেটকে রাজনীতির সাথে মেশানো উচিত না। ভারতের এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। এতে ক্রিকেট বিশ্বে বিরূপ প্রভাব পড়বে।’

    ইংলিশ স্পিনার মঈন আলি ২০১৪ সালে ‘সেভ গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের রিষ্টব্যান্ড পরেছিলেন ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দুইদিনে। একইভাবে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে উইকেট উদযাপনের সময় নিহত পাকিস্তানি পপ সঙ্গীত তারকা জুনাইদ জামসেদের হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। এই দুই ঘটনাতেই আইসিসি তাদের সতর্ক করেছিল।

    মনির দাবি, মঈন-তাহিরের মতো কোহলিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, ‘মঈন-তাহিরের উদাহরণটা সবার মনে রাখা দরকার। আমরা শুরু থেকেই আইসিসির সাথে যোগাযোগ রাখছি এই ব্যাপারে। আমরা রাজনীতি করি না, খেলার মাঝে রাজনীতি আমরা আনতেও দেবো না। আশা করি আইসিসি ভারতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে।’

     

     

    শেষ পর্যন্ত আইসিসি কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।