শনিবারই দেশে ফিরছেন বাংলাদেশ স্কোয়াডের সব ক্রিকেটার
সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ক্রাইস্টচার্চ টেস্ট পরিত্যক্ত হওয়ার পর আগামীকাল শনিবারই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের ম্যানেজার খালেদ মাসুদ নিশ্চিত করেছেন এ তথ্য। নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় ফ্লাইট তাদের, ঢাকা পৌঁছানোর প্রত্যাশিত সময় রাত ১০.৪০। স্কোয়াডের ১৫ জন সদস্যসহ মোট ১৯ জন ফিরছেন একই বিমানে।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে শুক্রবার ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জন মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। এ আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য, আক্রমণের শিকার একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তারা।
মৃত্যুকে কাছ থেকে দেখার গল্পটা শোনালেন খালেদ মাসুদ
সেখান থেকে নিরাপদে তারা প্রথমে হ্যাগলি ওভাল ও এরপর হোটেলে পৌঁছান। সেখানেই মাসুদ জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দেশের ফেরার ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা। মোট ২৫ জনের মাঝে ১৯ জনের ফেরার কথা ছিল দেশে, শেষ পর্যন্ত সেই ১৯ জনের সবাই ফিরছেন একসঙ্গেই।
ক্রাইস্টচার্চে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকেও। এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, “ক্রাইস্টচার্চে বিভৎস ঘটনায় আক্রান্ত সকলের পরিবার ও বন্ধুবান্ধবদের আমাদের সমবেদনা। দুই দল, স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা নিরাপদে আছেন। এই টেস্ট বাতিল করার সিদ্ধান্তে আইসিসি পূর্ণ সমর্থন জানায়।”