• আইপিএল ২০১৯
  • " />

     

    ছয় মারাই একমাত্র লক্ষ্য ছিল রাসেলের

    ছয় মারাই একমাত্র লক্ষ্য ছিল রাসেলের    

    আন্দ্রে রাসেল যখন ক্রিজে আসেন, কলকাতার দরকার ২৬ বলে ৬৭ রান। ১৮ তম ওভারে মোহাম্মদ সিরাজের পরপর তিন বলে রাসেল মারলেন তিনটি বিশাল ছয়। টিম সাউদির করা ১৯তম ওভারে রীতিমত তান্ডব চালিয়ে তুললেন ২৯ রান, কলকাতাকে এনে দিলে দিলেন অবিশ্বাস্য এক জয়। ম্যাচ শেষে কলকাতার জয়ের নায়ক রাসেল বলছেন, ছয় মারাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

    ১৩ বলে রাসেল করেছেন ৪৮ রান। এর মাঝে ছয়ই মেরেছেন সাতটি, চার মাত্র একটি! সিরাজের ওভারে তিনটি ও সাউদির ওভারে এসেছে চারটি ছয়। রাসেল ঝড়েই পাঁচ বল হাতে রেখে বেঙ্গালুরুকে হারিয়েছে কলকাতা।

    ক্রিজে নেমে বেশি বেশি ছয় মারাই ছিল রাসেলের লক্ষ্য, ‘আমরা লক্ষ্য ছিল একটাই, বেশি করে ছয় মারা। ছয় মারলেই রানরেট কমে আসত। এটা মনস্থির করেই ক্রিজে নেমেছিলাম। আমি অন্য প্রান্তে থাকা কার্তিককে বলছিলাম, পেসারদের ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি জানতাম তাঁরা লাইন লেন্থ মিস করবেই। আর মাঠও অনেক ছোট ছিল, ছয় মারলে তাদের চাপেও ফেলা যাবে। হয়েছেও সেটাই।’

     

     

    ছয় মারার অনুশীলনটা সবসময়ই বেশি করেন রাসেল, ‘এরকম মুহূর্তের জন্যই আমি নেটে ছয় মারার অনুশীলন করি। প্রথম বল থেকেই মারার জন্য প্রস্তুত ছিলাম কারণ দলের তখন প্রতি ওভারে ১৩ রানের বেশি দরকার ছিল। স্কোরবোর্ডের দিকে একবারও তাকাইনি। শুধু জানতে চেয়েছি কত রান লাগবে জিততে। শুধু ছয় মারছিলাম আর রানরেট কমাচ্ছিলাম! আমার জন্য দল জিতেছে, এতেই আমি খুশি।’

    রাসেল ঝড়ে আরও ম্যাচ জিতবে কলকাতা, সমর্থকরা এমন আশা করতেই পারেন।