• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    কপাল খুলল কার্তিক-রাহুলের, সুযোগ পেলেন না পান্ট-রাইডু

    কপাল খুলল কার্তিক-রাহুলের, সুযোগ পেলেন না পান্ট-রাইডু    

    দলে বেশির ভাগ জায়গাই ছিল নির্ধারিতই। প্রশ্ন ছিল দুইটি, অতিরিক্ত উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির পর কে থাকছেন? আর চার নম্বরে নির্বাচকেরা কাকে ভাবছেন? বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দলে দুইটি প্রশ্নেরই উত্তর মিলেছে। সুযোগ পেয়েছেন উইকেটকিপার দীনেশ কার্তিক, বাদ পড়েছেন ঋশভ পান্ট। জায়গা হয়নি আম্বাতি রাইডুরও, সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল, বিজয় শঙ্কর। দলে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।

     

    ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ দুই কারণই ব্যাখ্যা করেছেন। চার নম্বরে বিজয় শঙ্করকে ভাবছেন বলেই জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমরা চার নম্বরে বেশ কয়েকজনকে খেলিয়েছি। রাইডুও বেশ কিছু সুযোগ পেয়েছে। তবে বহুমাত্রিক হওয়ার কারণে বিজয়কেই বেছে নিয়েছি। ওকে আমরা চারে খেলাবো বলে ভাবছি।’

     

     

    পান্ট আর কার্তিককে নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন ছিল বলেই জানিয়েছেন প্রসাদ, ‘এই জায়গাটা নিয়েও আমরা অনেক ভেবেছি। বিশ্বকাপের মতো জায়গায় কিপিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর পান্ট বা কার্তিক মূলত ধোনির বিকল্পই। এসব চিন্তা করেই কার্তিককে বেছে নিয়েছি।’

    তিন নম্বর ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। প্রসাদ বলছেন, দরকার হলে তাকে মিডল অর্ডারে নামিয়ে আনা যেতে পারে, সেই চিন্তা থেকেই তাকে নেওয়া।