• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রাতারাতি ইউনাইটেডকে বদলাতে পারবেন না' সোলশার

    'রাতারাতি ইউনাইটেডকে বদলাতে পারবেন না' সোলশার    

    কোচ হয়ে আসার পর থেকেই একসময় ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ছন্দে ফিরিয়েছিলেন কোচ ওলে গানার সোলশার। 'রেড ডেভিল'রা এখনও টিকে আছে প্রিমিয়ার লিগের শীর্ষ চারের লড়াইয়ে, প্যারিস সেইন্ট জার্মেইকে দুর্দান্তভাবে টপকে চলে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও। তবে সোলশারের অধীনে ইউনাইটেডের সুখস্মৃতি স্থায়ী হয়নি খুব একটা। শেষ মঙ্গলবার বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে 'রেড ডেভিল'রা। শুরুর দিকে টানা জিতলেও এখন কঠিন বাস্তবতারই মুখোমুখি হচ্ছেন ইউনাইটেড কিংবদন্তী। হারের পর সোলশার বলেছেন, ইউনাইটেডকে পুনর্গঠন করতে কয়েক বছরও লাগতে পারে।

    ইউনাইটেডের হারানো জৌলুস ফেরাতে যে সময় লাগবে, সে কথা আগেও বলেছিলেন সোলশার, 'দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবের স্টাফ, খেলোয়াড়, হর্তাকর্তাদের সবাইকেই একটা কথাই বলেছি; রাতারাতি পরিবর্তন সম্ভব নয় কখনোই। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পরও একই কথাই বলেছি। কাজ এখনও ঢের বাকি আছে। তবে সবার আগে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা যে কাউকে হারাতে পারি, এই চিন্তা নিজেদের মধ্যে লালন করতে হবে। প্রতিপক্ষ দেখে ঘাবড়ানো বা হাল ছাড়া যাবে না।'

     

     

    পরিবর্তনের জন্য পরিকল্পনাও শুরু করে দিয়েছেন 'বেবি ফেসড অ্যাসাসিন', 'এই মৌসুমে আমাদের লক্ষ্য এখন একটাই, শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা। অবশ্যই ভবিষ্যতের চিন্তাভাবনা করছি আমরা। দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।'

     

     

    গতকাল বার্সার কাছে হারের পর ডেভিড ডি গেয়াকে শূলে চড়িয়েছেন অনেকেই। তবে ম্যানেজারকে পাশেই পাচ্ছেন স্প্যানিশ গোলরক্ষক, 'এই মৌসুমে ডেভিড আমাদের অসংখ্যবার বাঁচিয়েছে। এমনকি প্রথম লেগেও সে দুর্দান্ত ছিল। ভুল যে কারোই হতে পারে। কালকের হারের কারণ অবশ্যই দশে একা নয়, দায়ভার পুরো দলের এবং আমারও।'