• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপের আগে বোলারদের সতর্ক করলেন ম্যাক্সওয়েল

    বিশ্বকাপের আগে বোলারদের সতর্ক করলেন ম্যাক্সওয়েল    

    বিশ্বকাপের আগে কাউন্টি ক্রিকেট খেলতে এসেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল তাই ইংলিশ পিচকে আরেকটু ভালোভাবে জানার সুযোগটাও পেয়েছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার পর ম্যাক্সওয়েল খানিকটা সতর্কবার্তাই দিলেন বোলারদের। ম্যাক্সওয়েল বলছেন, ইংল্যান্ড বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই বেশি বেশি রান করবে দলগুলো।

    মাসের শুরুতে ট্রেন্ট ব্রিজে ম্যাক্সওয়েলের ক্লাব ল্যাঙ্কাশায়ার নটিংহামশায়ারের ৪১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে করেছিল ৪০৬ রান। গত জুনে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। এখানেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

     

     

    শুধু ট্রেন্ট ব্রিজ নয়, সব মাঠেই ব্যাটসম্যানরা রান পাবে, ধারণা ম্যাক্সওয়েলের, ‘এই ভেন্যুতে আমি গত দুই ম্যাচে প্রায় ৯০০ রান তাড়া করেছি। বিশ্বকাপে অনেক ম্যাচেই ৪০০ রান করবে দুই দল। ছোট মাঠ, দ্রুতগতির আউটফিল্ড, ব্যাটিং সহায়ক উইকেট; সবকিছুই বড় স্কোরের পক্ষে কাজ করবে।’

    তবে ওয়ানডেতে অতিরিক্ত রান ওঠা খুব একটা পছন্দ নয় ম্যাক্সওয়েলের, ‘রান বেশি হোক, এমনটা আমি চাই না। হয়ত সেটা দর্শকের জন্য খুব আনন্দদায়ক হয়। কিন্তু যারা বোলিং করছে, তাঁরা আসলে বুঝতে পারে না কোথায় বল করা উচিত। পিচে বোলারদের জন্য কিছুই থাকে না। যারা পরে বোলিং করে তাদের জন্য কাজটা খুব কঠিন হয়ে যায়।’

    ইংলিশ পিচের সাথে মানিয়ে নিয়ে তিনিও রান পাবেন, আশা ম্যাক্সওয়েলের, ‘ইংলিশ কন্ডিশনে কীভাবে রান পাওয়া যায়, সেই কৌশলটাই শিখছি। ভারত ও দুবাইয়ে যেভাবে রান পেয়েছি, এখানে তেমনটা হবে না। সেখানে ব্যাকফুটে গিয়ে অনেক শট নেওয়া যায়। ইংল্যান্ডে আপনি এত সময় পাবেন না।’