• ত্রিদেশীয় স্যার
  • " />

     

    ত্রিদেশীয় সিরিজেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান হোল্ডার

    ত্রিদেশীয় সিরিজেই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান হোল্ডার    

    বিশ্বকাপের আগে এটাই তাদের শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের জন্য ত্রিদেশীয় সিরিজটা তাই বিশেষ গুরুত্বই বহন করছে। আয়ারল্যান্ড ও বাংলাদেশের সাথে এই সিরিজে খেলবেন ক্যারিবিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডের আটজন সদস্য। অধিনায়ক জেসন হোল্ডার বলছেন, বিশ্বকাপের ম্যাচ প্র্যাকটিস হিসেবে এই সিরিজকে কাজে লাগাতে চান তিনি।

    আজ আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজেই বিশ্বকাপের প্রস্তুতিটা সারতে চান হোল্ডার, ‘এই সিরিজটা আসলে আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হয় না। এখানে বেশ কিছু ম্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে। তিন বিভাগে ভালো করতে পারলে এই সিরিজটা আমরা জিততে পারি।’

    আইপিএলের জন্য এখনো দলের সাথে যোগ দেননি ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা। তাদের অনুপস্থিতিতে অন্যদের জ্বলে ওঠার আহবান হোল্ডারের, ‘অনেক তরুণ ক্রিকেটার আছে দলে। গেইল-রাসেলরা না থাকায় তারা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবে। অনেকে আছে এই প্রথমবার জাতীয় দলের হয়ে খেলবে, তাদের সামনেও একই সুযোগ আছে। আশা করি এটা তারা লুফে নেবে।’

    ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে অন্যতম চমক পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২০১৭ সালের পর ওয়ানডে খেলেননি তিনি। ত্রিদেশীয় সিরিজ দিয়েই পুরনো রূপে ফিরবেন গ্যাব্রিয়েল, এমনটাই প্রত্যাশা হোল্ডারের, ‘গ্যাব্রিয়েল আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিডল ওভারে তাঁকেই রানের গতি কমাতে গবে। তার গতি আছে, অভিজ্ঞতাও আছে। তাকে দলে পেয়ে আমরাও খুশি।’

     

     

    ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বিকালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।