• ত্রিদেশীয় স্যার
  • " />

     

    সেপ্টেম্বরে জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের

    সেপ্টেম্বরে জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের    

    আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিরিজের সময়সূচী প্রকাশ না করলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে টুর্নামেন্টের আংশিক সূচি। 

    আফগান বোর্ড জানিয়েছেন, এই সিরিজে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে মোট চারটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর সেরা দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান খেলবে ১৫ ও ১৮ সেপ্টেম্বরে। জিম্বাবুয়ের সাথে আফগানদের ম্যাচ ১৪ ও ২০ সেপ্টেম্বর। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচের সূচি জানানো হয়নি আফগান বোর্ডের দেওয়া সূচিতে। এই সিরিজের ফাইনাল হবে ২৩ সেপ্টেম্বর। 

    এই সিরিজের আগে জুলাইতে শ্রীলংকা যাবে বাংলাদেশ। সেখানে তিনটি ওয়ানডে খেলবে তারা। এরপর বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারে আফগানিস্তান। এরপর নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ।