• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লিভারপুলের জয়ে হতবাক ক্লপও

    লিভারপুলের জয়ে হতবাক ক্লপও    

    প্রথম লেগে ৩-০ গোলে হারের পরেও তিনি বলেছিলেন, লিভারপুল ফিরে আসতে পারে। তখন হয়ত কথাটা অবিশ্বাস্য মনে হলেও অ্যানফিল্ডে সেটাই সত্যি হলো। বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ইউর্গেন ক্লপের লিভারপুল। এমন জয়ের পর ক্লপ বলছেন, কীভাবে এই পর্বত সমান বাধা পেরোলো তার দল, সেটা তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না!

    লিভারপুলের এমন জয়ে হতবাক ক্লপও, ‘এটা ক্লাবের সবার জন্য বিশেষ একটা রাত। বার্সার বিপক্ষে জেতা সবসময়ই কঠিন কাজ। আর ৩-০ গোলে পিছিয়ে থেকে জেতা তো আরও বেশি। আপানাকে চার গোল করতে হবে, একটা গোলও হজম করা যাবে না। এজন্য জয়ের ব্যাপারে ভাবাটাও কঠিন ছিল। আমরা শুধু ধাপে ধাপে বার্সাকে ধরে ফেলার চেষ্টায় ছিলাম। শেষ পর্যন্ত কীভাবে ম্যাচটা জিতে গেছে লিভারপুল, নিজেও আসলে বুঝতে পারছি না!’

     

     

    মনে বিশাল সাহস নিয়ে খেলেছে বলেই ফাইনালে উঠেছে লিভারপুল, মানছেন ক্লপ, ‘সবাই নিজেদের নিংড়ে দিয়েছে পুরোটা সময়জুড়েই। ম্যাচের আগে আমি সবাইকে বলেছিলাম, হয়ত আমাদের জেতাটা অসম্ভব। কিন্তু আমাদের সবার হৃদয়ে যদি বিশাল সাহস থাকে তাহলে এটাও সম্ভব! জয়ের পর সবার চোখে পানি ছিল। জানি না এরকম কিছু আবার দেখতে পাবো কিনা আমার ক্যারিয়ারে!’

    গতবার ফাইনালে উঠেও রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছিল লিভারপুলকে। এবারের ফাইনালে গতবারের হতাশা দূর করার স্বপ্ন দেখছেন ক্লপ, ‘এখনো ফাইনালের তিন সপ্তাহ বাকি আছে। ক্লাবের অনেক সাফল্যের ইতিহাস আছে। তবে এই দলটা তাদের নিজেদের ইতিহাস গড়তে চায়। মানুষ ফাইনালে হেরে যাওয়া নিয়ে অনেক কিছুই বলতে পারে। আশা করি ভালো কিছুই হবে এবার।’