লাইভ রিপোর্ট- বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ
৭.১৯
পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ। ডাবলিনের ভারী বৃষ্টিতে শুরু হতে পারেনি খেলা। দুই পয়েন্ট করে ভাগাভাগি হয়েছে দুই দলের মাঝে। ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বাংলাদেশ, ২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এরপর আছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের।
৬.৫৮
৭.৩০-এর দিকে আসতে পারে এই ম্যাচ নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত। সে সময় মাঠ পর্যবেক্ষণ করার কথা তাদের।
৬.০৭
আবার আকাশ ভেঙে পড়ছে মালাহাইডে। খেলা শুরুর সম্ভাবনা খুবই কম, ম্যাচ পরিত্যক্ত হওয়াটাও এখন সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে প্রায়।
@fibrofella
বৃষ্টি-বিরতিতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাব্বির রহমান...
ক্রিকেট আয়ারল্যান্ড/টুইটার
৫.৫৩
বৃষ্টি চলছেই মালাহাইডে। আম্পায়াররা পরবর্তীতে কখন পর্যবেক্ষণে যাবেন, নিশ্চিত নয় সেটাও।
ক্রিকেট আয়ারল্যান্ড/টুইটার
৫.১০
ম্যাচের দুজন আম্পায়ার- আলিম দার ও মার্ক হথোর্ন। অফিসে খুব একটা সুবিধার দিন নয় তাদের আজ!
ক্রিকেট আয়ারল্যান্ড/টুইটার
৪.৪৩ কিছুক্ষণ আগের ছবি, ম্যাচের ভবিষ্যতের জন্য খুব একটা সুবিধার নয় যা।
/@fibrofella
বন্ধু কী খবর বল!
দুজন একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। অবসরের পর নিয়াল ও’ব্রায়েন এখন ধারাভাষ্যে, টিম মারটাহ এখনও সামলাচ্ছেন আয়ারল্যান্ডের পেস আক্রমণের ভার।
ক্রিকেট আয়ারল্যান্ড/টুইটার
৩.৩৪
নেমেছে বৃষ্টি। পূর্বাভাসও সুবিধার না খুব একটা। দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণে নেমেছিলেন, তবে আবার বাগড়া বাঁধিয়েছে বৃষ্টি।
আপাতত মালাহাইডে রোমাঞ্চ শুরু হতে দেরি। তবে চ্যাম্পিয়নস লিগে পরপর দুই রাতে লেখা হয়েছে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য দুই গল্প, টটেনহামের অলৌকিক আমস্টারডামের গল্প পড়ুন এখানে, টটেনহাম ম্যানেজার মরিসিও পচেত্তিনোর গল্প পড়ুন এখানে।
প্যাভিলিয়নের লাইভ রিপোর্টে স্বাগত। মালাহাইডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ পড়তে পারে বৃষ্টিবাধায়। সকালে ডাবলিনে হয়েছে বৃষ্টি, এখন সেটা থামলেও উইকেট ঢাকা আছে কাভারে। তাপমাত্রা ৮ ডিগ্রী এর মতো।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই রকমের ফল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। জন ক্যাম্পবেল ও শেই হোপের রেকর্ড জুটির পর উড়ে গিয়েছিল আয়ারল্যান্ড, আর হোপের সেঞ্চুরির পরও বাংলাদেশ পাত্তা দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে।