বড় কিছু হয়নি সাকিবের, অনিশ্চিত ফাইনাল
আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে ব্যাটিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছিলেন, উঠে গিয়েছিলেন ব্যাটিং থেকে। সাকিব আল হাসানের ইনজুরি গুরুতর কী না সেটা জানানোর কথা ছিল বৃহস্পতিবার। টিম ফিজিও থিহান চন্দ্রমোহন জানিয়েছেন ফাইনালে সাকিবের খেলার সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। আপাতত সাকিবের চোট বড় কিছু নয় বলে মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবারের ফাইনালে তাই এখনও অনিশ্চিত সাকিবের খেলা।
"গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম দিকে মাসলে চোট পেয়েছেন সাকিব। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিব খেলবে কী না সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।"- আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন চন্দ্রমোহন।
শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করার ঠিক পরেই সিঙ্গেল নিতে গিয়ে হঠাৎ কাতরে উঠেছিলেন সাকিব। রান পূর্ণ করে আর বসে থাকতে পারেননি, কোমরের এক পাশ ধরে মাটিতে শুয়েই পড়েছিলেন। পরে উঠে গিয়েছিলেন মাঠ থেকে।