নেট সেশন- ফাইনাল গেরো কাটবে বাংলাদেশের?
ত্রিদেশীয় সিরিজ ফাইনাল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
কবে, কখন
১৭ মে, ২০১৯
বাংলাদেশ সময় ১৫৪৫
আরেকটি টুর্নামেন্ট, আরেকটি ফাইনাল, বাংলাদেশের সামনে আবার আরেকটি গেরো। যদিও এ সিরিজটা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য একটা মহড়ার মতো, তবে ডাবলিনের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে আগের সব ‘ফাইনাল’ না এসে পারে না যেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ এর আগে খেলেছে ৬টি টুর্নামেন্ট ফাইনাল, চ্যাম্পিয়ন হতে পারেনি একটিতেও। সর্বশেষ বাংলাদেশ খেলেছিল গত বছরের এশিয়া কাপ, সেখানে তারা হেরেছিল ভারতের কাছে।
আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ম্যাচ হারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দুই দফায় তারা হারিয়েছে বেশ দাপটের সঙ্গে, পাত্তা পায়নি আয়ারল্যান্ডও। নিশ্চিতভাবেই ফাইনালে ‘ফেভারিট’ বাংলাদেশ, বাধা বোধহয় ওই ফাইনাল-চাপটাই। অবশ্য অস্বস্তি আছে সাকিব আল হাসানকে নিয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে ব্যাটিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি, উঠে গিয়েছিলেন ব্যাটিং থেকে। ফাইনাল ম্যাচ হলেও তাঁকে নিয়ে হয়ত ঝুঁকি নেবে না বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে সাকিবকে। সেই সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। বাংলাদেশকে তাই গেরো কাটানোর ম্যাচ খেলতে হতে পারে সাকিবকে ছাড়াই।
আগের ম্যাচে সৌম্য সরকার খেলেননি, তার জায়গায় নেমে লিটন দাস করেছেন ৬৭ বলে ৭৬ রান। ফিফটি পেয়েছিলেন তামিম ইকবালও, তিন ম্যাচে এটি দ্বিতীয় ফিফটি ছিল তার। প্রথমবারের মতো খেলেছিলেন রুবেল হোসেন, বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। অভিষেকটা উইকেটশূন্য কাটলেও আবু জায়েদ রাহী পরের ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। পেসারদের ক্ষেত্রেও তাই ‘ফাইনাল’ সামনে রেখে কম্বিনেশনটা ঠিক করার ব্যাপার আছে বাংলাদেশের।
ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচেই পাত্তা পায়নি বাংলাদেশের কাছে, তবে বিশ্বকাপের আগে বেঞ্চের সামর্থ্য বাজিয়ে দেখার সুযোগ নিয়েছে তারা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সেরকমই এক পরীক্ষা তাদের।
রঙ্গমঞ্চ
দ্য ভিলেজ, ডাবলিন, মালাহাইড
আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর থেকে ডাবলিনের আবহাওয়া ম্যাচের দিনগুলিতে ছিল বেশ ঝকঝকে। ফাইনালের দিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুরের দিকে একটু নামলেও সেটায় ভেসে যাওয়ার কথা নয় ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের আগে এ ভেন্যুতে ইংল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচটা হয়েছিল লো-স্কোরিং রোমাঞ্চ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৭ রান করেও এখানে হেরেছে আয়ারল্যান্ড।
যাদের ওপর চোখ
আবু জায়েদ
প্রথম উইকেটটা যেদিন নিলেন, ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও সেদিনই নিলেন আবু জায়েদ। বিশ্বকাপ স্কোয়াডে তার থাকাটা ছিল চমক, ওয়ানডে অভিষেক হয়েছে এ টুর্নামেন্টেই। সুযোগ পেলে নিজেকে আরেকবার প্রমাণের চেষ্টাই নিশ্চয় করবেন তিনি।
শেই হোপ
বাংলাদেশের বিপক্ষে শেষ চার ওয়ানডেতে তার স্কোর- ৮৭, ১০৯, ১০৮*, ১৪৬*। হোপ যেন অন্য চোখে দেখছেন বাংলাদেশকে। ফাইনালেও কি করবেন তেমন কিছুই?
স্কোয়াড
ওয়েস্ট ইন্ডিজ- জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রসটন চেজ, শেলডন কটরেল, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শেই হোপ, অ্যাশলি নার্স, রেমন রেইফার, কেমার রোচ
বাংলাদেশ- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নাঈম হাসান
সংখ্যার খেলা
- ০- ত্রিদেশীয় সিরিজে টস জেতেননি এখনও মাশরাফি বিন মুর্তজা।
- ৯৮- বাংলাদেশের বিপক্ষে শেই হোপের গড়
- ১- আর ১টি উইকেট পেলেই দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট ও ৫০০০ রানের ডাবল হবে সাকিব আল হাসানের