• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    দর্শকের দুয়োর জন্য স্মিথের কাছে ক্ষমা চেয়েছেন কোহলি

    দর্শকের দুয়োর জন্য স্মিথের কাছে ক্ষমা চেয়েছেন কোহলি    

    ব্যাটিংয়ের সময় একবার স্টিভ স্মিথকে দুয়ো না দিতে ভারতীয় সমর্থকদের অনুরোধ করেছিলেন তিনি। ফিল্ডিংয়ের সময়ও বেশ কয়েকবার একই কাজ করেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছেন, সমর্থকদের দেওয়া দুয়োর জন্য স্মিথের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

    ওভালে কাল ভারতীয় সমর্থকরা স্মিথকে উদ্দেশ্য করে বারবারই ‘চিটার চিটার’ বলে দুয়ো দিয়েছে। দর্শকের এমন কান্ড মানতে পারছিলেন না ক্রিজে থাকা কোহলিও। হার্দিক পান্ডিয়ার আউটের পর দর্শকের দিকে তাকিয়ে কোহলি ইশারা করেন, তাঁরা যেন দুয়ো বন্ধ করে স্মিথের জন্য হাততালি দেয়। এই ঘটনার পর স্মিথ-কোহলির হাত মেলানোর দৃশ্যও দেখা যায়।

    এরপর যখন ব্যাটিংয়ে নেমেছিলেন স্মিথ, তখনও শুনতে হয়েছে দুয়ো। মিড উইকেটে ফিল্ডিং করা কোহলি সেবারও হাতের ইশারায় সমর্থকদের চুপ থাকতে বলেছেন। সাংবাদিকদের কোহলি জানান, নিজেদের দেশের দর্শকের এমন আচরণে তিনি ক্ষমাপ্রার্থী, ‘মাঠে এত ভারতীয় সমর্থক ছিল, আমি চাইনি তাঁরা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করুক। স্মিথ দুয়ো শোনার মতো কিছুই করেনি। সে শুধু ক্রিকেট খেলছিল। আমি যদি তাঁর জায়গায় থাকতাম আমার খুব খারাপ লাগতো, সে যা করেছে সেটার জন্য তো সে আগেই ক্ষমা চেয়েছিল। এরপরও এরকম দুয়ো মানা যায় না। তাই তাঁর জন্য আমারও খারাপ লাগছিল। আমি স্মিথের কাছে ক্ষমা চেয়েছি। আগের ম্যাচেও এরকমটা দেখা গেছে, দর্শকের এমন আচরণ অগ্রহণযোগ্য।’ 

     

     

    কোহলির মতে, বল টেম্পারিংয়ের সেই ঘটনা সবার ভুলে যাওয়া উচিত, ‘যা হয়েছে সেটার অনেক দিন পেরিয়ে গেছে। স্মিথরা জাতীয় দলে ফিরেছে, ভালো খেলারও চেষ্টা করছে। আইপিএলেও এমনটা দেখেছি। আমাদের দুইজনের মাঝে আগে বেশ কিছু দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, কিন্তু তাঁর মতো ক্রিকেটারের সাথে এমন আচরণ কেউই দেখতে চাইবে না। যা হয়েছে সেটা অতীত।’