• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'ট্রেন্টব্রিজের ছোট মাঠ নিয়ে দুশ্চিন্তায় থাকবে ভারতের স্পিনাররা'

    'ট্রেন্টব্রিজের ছোট মাঠ নিয়ে দুশ্চিন্তায় থাকবে ভারতের স্পিনাররা'    

    স্পিনে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের নাকাল হওয়ার ঘটনা নতুন নয়। এই বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের প্রথম ছয় ব্যাটসম্যানই ফিরেছিলেন স্পিনারদের বলে। ভারতের দুই স্পিনার কুলদিপ যাদব ও যুজভেন্দ্র চাহালকে নিয়ে তাই টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা একটু বেশিই। নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর অবশ্য বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, যাদব-চাহাল জুটির বিপক্ষে ট্রেন্টব্রিজের ছোট মাঠ বাড়তি সুবিধা দেবে কিউই ব্যাটসম্যানদেরই।

    নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে টেলরের। ট্রেন্টব্রিজের মাঠটাও তাই খুব ভালোভাবেই চেনা টেলরের। যাদব-চাহাল জুটির স্পিন মাথাব্যথার কারণ হলেও ছোট মাঠের কারণে তারাও খানিকটা দুশ্চিন্তায় থাকবেন, বিশ্বাস টেলরের, ‘আমরা সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে খেলেছি, সাফল্যও এসেছে। তাদের দুইজন বিশ্বমানের স্পিনার আছে। তবে ট্রেন্টব্রিজের বাউন্ডারি তুলনামূলকভাবে অনেক ছোট। এটা তাদের মাথায় অবশ্যই আছে। এটার বাড়তি সুবিধা আমাদের ব্যাটসম্যানরাও পাবে।’  

    আঙ্গুলে চিড় ধরায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ানের না খেলা ভারতের জন্য বড় ধাক্কা, মানছেন টেলর, ‘ধাওয়ানের ইনজুরি ভারতের জন্য বড় ধাক্কা। আইসিসি টুর্নামেন্টে তাঁর রেকর্ড দুর্দান্ত। ওপেনিংয়ে রোহিতের সাথে তাঁর জুটি ভয়ংকর। এছাড়া ডানহাতি-বাঁহাতি জুটির ব্যাপারটা তো আছেই। ধাওয়ান না থাকায় টপ অর্ডারে বৈচিত্র্যটা কমে যাবে ভারতের। দুই প্রান্তেই ডানহাতি ব্যাটসম্যান থাকলে ছোট মাঠের সুবিধা বেশি নেওয়া যায় না।’

    প্রথম তিন ম্যাচের সবকয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। তবে এখনই সেমিতে খেলার নিশ্চয়তা দিচ্ছেন না টেলর, ‘টুর্নামেন্টের এখন কেবল শুরু। সাত দলের এখনো সেমিতে খেলার ভালো সুযোগ আছে। গ্রুপ পর্বের শেষের দিকে লড়াইটা আরও বেশি কঠিন হয়ে যাবে।’