• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অতি আবেগী' হতে বারণ কোহলির

    'অতি আবেগী' হতে বারণ কোহলির    

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন দুই দেশের ক্রিকেটারদের কাছে বিশেষ কিছু। অন্য দশটা ম্যাচের চেয়ে এই ম্যাচে মাঠে ও মাঠের বাইরের উত্তেজনাটা একটু বেশিই থাকে। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সংবাদ সম্মেলনে জানালেন, এই ম্যাচে ক্রিকেটারদের ‘অতিরিক্ত আবেগী’ হলে চলবে না।

    অন্য যেকোনো বারের চেয়ে এবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবার মাঝে আগ্রহটা একটু বেশি। কাশ্মীরের সেই সন্ত্রাসী হামলার পর অনিশ্চয়তার মাঝেই পড়েছিল এই ম্যাচ। আইসিসি হস্তক্ষেপ না করলে হয়ত ম্যাচটাই বাতিল হয়ে যেতে পারত। সব আশংকা দূর করে আজ ম্যানচেস্টারে মুখোমুখি হবেন কোহলি-সরফরাজরা। 

    কোহলি বলছেন, মাঠে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে সবার, ‘সমর্থকরা আসলে কীভাবে এই ম্যাচটাকে নেবে সেটা বলতে পারছি না। কিন্তু আমাদের জন্য এটা অন্য দশটা ম্যাচের মতোই। একটা ম্যাচকে ঘিরে অতিরিক্ত আবেগ দেখানো যাবে না। ভক্তদের চেয়ে তাই আমাদের মানসিকতাটা একটু ভিন্ন থাকবে। দুটিকে মিলিয়ে লাভ নেই। সমর্থকরা পেশাদার মনোভাবের হবে না এটাই স্বাভাবিক। আমাদের খেলার দিকেই সব মনোযোগ দিতে হবে।’

    নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আগের সব বারের মতো এবারো পাকিস্তানকে হারাতে পারবে ভারত, বিশ্বাস কোহলির, ‘পাকিস্তান দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কিন্তু আমরা যদি ভালো খেলি, তাহলে জয় আসবেই। প্রথম দুই ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। ঠিক একই মনোভাবটা এই ম্যাচেও রাখতে হবে। প্রতিপক্ষের সবাইকে নিয়েই আমাদের পরিকল্পনা, নির্দিষ্ট কাউকে নিয়ে নয়। আমরা খারাপ খেললে পাকিস্তান কেন, যেকোনো দলই আমাদের হারাবে। তাই প্রতিপক্ষ যেই হোক, প্রস্তুতিটা সবসময় একইরকম থাকবে।’

    ওল্ড ট্রাফোর্ডে আজই বিশ্বকাপের প্রথম ম্যাচ। অচেনা পিচে কেমন খেলবে দুই দল? কোহলি অবশ্য পিচ নিয়ে বেশি ভাবছেন না, ‘আগের ম্যাচের চেয়ে এবারের কন্ডিশন একদম আলাদা। কিন্তু এটা নিয়ে বেশি ভেবে কিছু হবে না। সেরা একাদশ কোনটা হবে, পেসাররাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিনা, সবকিছু ভেবেই দল নির্বাচন করা হবে।'