• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপের পিচ, ড্রেনেজ ব্যবস্থাপনায় হতাশ সাঙ্গাকারা

    বিশ্বকাপের পিচ, ড্রেনেজ ব্যবস্থাপনায় হতাশ সাঙ্গাকারা    

    বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এবারই। বৃষ্টির মৌসুমে কেন ইংল্যান্ডে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সাবেক শ্রীলংকান অধিনায়ক কুমার সাঙ্গাকারা টাইমস অফ ইন্ডিয়াতে এক কলামে লিখেছেন, ইংল্যান্ডের মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে যারপরনাই হতাশ তিনি। শুধু মাঠ নয়, বিশ্বকাপের পিচও মন ভরাতে পারেনি তাঁর।

    শ্রীলংকার দুটি ম্যাচসহ বৃষ্টির কারণে এখন পর্যন্ত পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ। সামনের অনেক ম্যাচেও আছে বৃষ্টির সম্ভাবনা। আগের কোন বিশ্বকাপের এক আসরে এত ম্যাচ পরিত্যক্ত হয়নি। বৃষ্টি নামলে শুধু পিচ ও তার আশেপাশের কিছু জায়গাই ঢেকে রাখা হয়। মাঠের বাকি অংশ অনাবৃতই থাকে, বৃষ্টির পানি জমে তাই খেলার অনুপযোগী হয়ে পড়ার আশংকাটাও বেশি থাকে।

    সাঙ্গাকারা স্টেডিয়াম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না, ‘শ্রীলংকাতে যেমন পুরো মাঠই ঢেকে ফেলা হয় বৃষ্টির সময়, এখানেও সেটা করা উচিত। এটা করতে হয়ত এখনকার চেয়ে বেশি মাঠকর্মী দরকার, তাও এটা খুবই কার্যকরী। ক্রিকেট মাঠে পানি জমা থেকে বাঁচিয়ে দেয় এই পদ্ধতি।’

    ইংল্যান্ডের ভেন্যুগুলোর সার্বিক ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে একদমই খুশি নন সাঙ্গাকারা, ‘একেক ভেন্যুতে একেক রকম ড্রেনেজ ব্যবস্থাপনা। ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে রোদ উঠলেও মাঠ ভেজা থাকার কারণে একটা বলও মাঠে গড়ায়নি। অন্যদিকে সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সপ্তাহজুড়ে হওয়া অনেক ভারী বর্ষণের পরেও অয়ানাসেই খেলা হয়েছে।’

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলংকার টিম ম্যানেজার অশন্তা ডি মেল অভিযোগ করেছিলেন, আইসিসি পিচ তৈরিতে বৈষম্য করছে। আইসিসি অবশ্য এর জবাবে জানিয়েছিল, স্বাধীন পর্যবেক্ষকের অধীনেই প্রস্তুত করা হচ্ছে পিচ। সাঙ্গাকারার মতে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আরও ‘নিরপেক্ষ’ পিচ করা উচিত ছিল, ‘আইসিসির টুর্নামেন্টে নিরপেক্ষ পিচ থাকাটা খুবই জরুরি। দুঃখজনকভাবে এবার অনেক ক্ষেত্রেই সেটা হয়নি। এটা ঠিক যে দলগুলোকে সব ধরনের পিচের সাথে মানিয়ে নিতে হবে বড় টুর্নামেন্টে। কিন্তু বেশ কয়েকটা দল যখন পিচ নিয়ে অভিযোগ করবে, তখন সেটা ভাবার বিষয়।’