• লা লিগা
  • " />

     

    কিক অফের আগে : সংশয় নিয়ে সেল্টার বিপক্ষে নতুন শুরুর অপেক্ষায় জিদান

    কিক অফের আগে : সংশয় নিয়ে সেল্টার বিপক্ষে নতুন শুরুর অপেক্ষায় জিদান    

    কবে, কখন
    সেল্টা ভিগো-রিয়াল মাদ্রিদ
    বালাইদোস, শনিবার রাত ৯ টা

    জিনেদিন জিদানের রিয়ালের মাদ্রিদের ওপর আলাদা নজর থাকছে এবার শুরু থেকেই। গতবার ৩৮ ম্যাচে ১১ হারের পর টানা দ্বিতীয়বারের মতো অ্যাটলেটিকো মাদ্রিদের নিচে তৃতীয় স্থানে শেষ করেছিল রিয়াল। তিন ম্যানেজার বদলের মৌসুম ও ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন যুগের প্রথম মৌসুম হিসেবে মাদ্রিদিস্তারা হয়ত কিছুটা ছাড় দিয়েছেন সেবার। এরপর দলবদলের মৌসুমে এডেন হ্যাজার্ড, লুকা ইয়োভিচ, এডার মিলিতাও, ফার্ল্যান্ড মেন্দিদের কিনে জিদান মোটামুটি নিজের দলটা সাজিয়ে নিয়েছেন। দলবদলের মৌসুম এখনও চলছে স্পেনে, শেষদিকে শক্তি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে রিয়ালের।

    কিন্তু এতোকিছুর পরও স্বস্তি নেই মাদ্রিদে। সংশয়ের মেঘ জমাট বাঁধা আকাশে। প্রাক মৌসুমে জিদানের দল হিমশিম খেয়েছে। গ্যারেথ বেলকে ক্লাব ছাড়া করার আশাও শেষ পর্যন্ত পূরণ হচ্ছে না জিদানের। সবমিলিয়ে জিদান ও রিয়াল আপাতত কিছুটা অস্বস্তিকর সময় পার করছে। সব সংশয় কাটাতে তাই সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক পারফরম্যান্সের বিকল্প নেই রিয়ালের সামনে, আর জয়ের কথা আলাদা করে বলা বাহুল্য।

    বার্সেলোনা যেমন নিজেদের প্রথম ম্যাচ খেলছে লিওনেল মেসিকে ছাড়া। রিয়ালকে খেলতে হচ্ছে হ্যাজার্ড ছাড়া। ম্যাচের আগের দিন চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। হ্যাজার্ডের লা লিগা অভিষেকটা তাই পিছিয়ে গেছে।

    প্রাক মৌসুমে ৩-৫-২ ফর্মেশনে খেলার চেষ্টা করেছিলেন জিদান। সেল্টার ভিগোর বিপক্ষে এই কৌশলে মাঠে নামার সম্ভাবনাই বেশি তাদের। মার্কো আসেন্সিও লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়ে দলের বাইরে। বেল ও রদ্রিগেজকে নিয়ে অবশ্য সুর পাল্টেছেন জিদান। বেলকে নিয়ে 'ইউ টার্ন' নিয়েছেন রিয়াল ম্যানেজার। 

    গত দশ বছরে মাত্র দুইবার লিগ জিততে পেরেছে রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতার সাফল্য ঘরোয়া ব্যর্থতা ঢেকে দিয়েছে বেশিরভাগ সময়। স্পেনে প্রায় পুরো যুগটাই রিয়ালের কাটছে বার্সার ছায়ায় থেকে। জিদান নতুন মৌসুম শুরুর আগে তাই সব ভুলে নতুন করে শুরু করতে চাইছেন, "আমরা নতুন মৌসুমের কথা ভাবছি। নতুন একটা শুরু দরকার আমাদের। সেটা নিয়ে আমরা খুশি। হামেস ফিট আছে। ও দলের সঙ্গে আছে সেটাও আমার জন্য আনন্দের ব্যাপার।"

    "একটা সময় মনে হয়েছিল বেল ক্লাব ছাড়তে যাচ্ছে। সে এখন আমাদের সঙ্গেই আছে। ব্যাপারগুলো এখন তাই আলাদা। এখন থেকে আমিও বাকিদের মতো তার ওপর ভরসা রাখব। আমি এখন থেকে দলে যারা আছে তাদের সবার ওপর ভরসা রাখতে চাই। ওর জায়গা আছে এবং ও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করি খেলোয়াড়রা সবাই ভালো করে দল বাছাইয়ে আমার জন্য কাজটা কঠিন করে তুলবে"- ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে অবশ্য পল পগবা, নেইমারদের সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলতে চাননি রিয়াল ম্যানেজার।

    বালাইদোসে রেকর্ড অবশ্য জিদানের দলের পক্ষে। ২০১৪ সালের পর আর সেল্টার মাঠে হারেনি তারা। গেল মৌসুমে লিগে ১৭ তম হয়ে কোনোমতে রেলিগেশন এড়িয়েছিল সেল্টা ভিগো। নতুন মৌসুমে স্ট্রাইকার ম্যাক্সি গোমেজকেও হারিয়েছে তারা। তাতে গোলের এখন সেল্টার একমাত্র ভরসা ৩২ বছর বয়সী ইয়াগো আসপাস। ডেনিস সুয়ারেজ, সান্তি মিনাদের দলে ভিড়িয়ে অবশ্য সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টাও করেছে সেল্টা। তবে শক্তিশালী রিয়ালকে চমকে দিতে হলে 'নতুন শুরু' দরকার তাদেরও। রিয়ালের বিপক্ষে গেল পাঁচ বছরে লিগে ঘরের মাঠে তাদের সেরা সাফল্য ২০১৭ সালে ২-২ গোলে ড্র করা। 

    দলের খবর 
    দানি কারভাহাল আগের মৌসুমের নিষেধাজ্ঞায় খেলতে পারছেন সেল্টার বিপক্ষে। ইনজুরির কারণে নেই ব্রাহিম ডিয়াজও। আলভারো অদ্রিয়োজোলা কারভাহালের জায়গায় সুযোগ পাওয়ার কথা। মার্সেলো ও অদ্রিয়োজোলার খেলতে পারেন উইংব্যাক হিসেবে।

    সম্ভাব্য একাদশ
    সেল্টা ভিগো

    রুবেন, কেভিন, আরাউহো, আইদো, ওলাজা, সুয়ারেজম বেলত্রান, লবতকা, মেন্ডেজ, ফার্নান্দেজ, আসপাস

    রিয়াল মাদ্রিদ
    কোর্তোয়া, রামোস, মিলিতাও, ভারান, অদ্রিয়োজোলা, মদ্রিচ, ক্রুস, কাসেমিরো, মার্সেলো, হামেস, বেনজেমা  

    হেড টু হেড
    গেল মৌসুমে দুইবারই সেল্টার বিপক্ষে জিতেছে রিয়াল মাদ্রিদ।

    প্যাভিলিয়ন প্রেডিকশন সেল্টা ০-২ রিয়াল মাদ্রিদ