• লা লিগা
  • " />

     

    গ্রিজমানকে নিজের উপস্থিতি আরও বেশি জানান দিতে বললেন ভালভার্দে

    গ্রিজমানকে নিজের উপস্থিতি আরও বেশি জানান দিতে বললেন ভালভার্দে    

    ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন না একাদশে। প্রথমার্ধের আগে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন লুইস সুয়ারেজও। আতোইন গ্রিজমানের ওপর তাই প্রত্যাশার চাপটা একটু বেশিই ছিল লা লিগার উদ্বোধনী ম্যাচে। সেটা পূরণ করতে পারেননি গ্রিজমান, শেষ মুহূর্তে গোল হজম করে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেই মৌসুম শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বলছেন, গ্রিজমান থেকে আরও বেশি কিছু চান তাঁরা। 

    অনেক নাটকের পর এই মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে এসেছিলেন গ্রিজমান। মাঝমাঠে বেশ কয়েকবার বল দখল করলেও আক্রমণভাগে সেই চিরচেনা গ্রিজমানকে বিলবাওয়ের বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি। ভালভার্দে জানিয়েছেন, ম্যাচে আরও বেশি নিজের উপস্থিতি জানান দিতে হবে গ্রিজমানকে, ‘গোলের সুযোগ পেলে সে ভয়ংকর হয়ে ওঠে সেটা সবাই জানে। কিন্তু এটার জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সে জানে তাঁকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করা হচ্ছে। মাঠে নিজের উপস্থিতিটা আরও বেশি জানান দিতে হবে তার।’ 

    সুয়ারেজকে ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেক বেশি মিস করেছে বার্সা, মানছেন ভালভার্দে, ‘তার ইনজুরির ব্যাপারে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। পরীক্ষা করার পরেই জানতে পারব তাঁকে কয়দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। দ্বিতীয়ার্ধে যখন আমরা আক্রমণে গিয়েছি, তখন তাঁকে মিস করেছে দল।’ 

    ৮৯ মিনিটে ৩৮ বছর বয়সী আদুরিজের অবিশ্বাস্য এক গোলেই কপাল পুড়েছে বার্সার। সাবেক বিলবাও কোচ ভালভার্দে অবশ্য তার এমন গোলে খুব একটা অবাক হননি, ‘আদুরিজের সামনে বল শূন্যে থাকলেই বিপদ। সে এরকম গোল আগেও করেছে। আমি তার এমন গোলে একটুও অবাক হইনি।’