• লা লিগা
  • " />

     

    বেল রিয়ালেই থাকছে: জিদান

    বেল রিয়ালেই থাকছে: জিদান    

    প্রাক মৌসুমে গ্যারেথ বেলকে নিয়ে কম নাটক হয়নি। এক পর্যায়ে তো খোদ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেই দিয়েছিলেন, বেল দ্রুত রিয়াল ছাড়লে সেটা সবার জন্যই ভালো হয়! শেষ পর্যন্ত বেল এখনো কোথাও যাননি। গতকাল লিগের প্রথম ম্যাচে রিয়ালের হয়ে শুরু থেকেই খেলেছেন তিনি। সেল্টা ভিগোর বিপক্ষে জয়ের পর জিদান বলেছেন, বেল রিয়ালেই থাকছেন। 

    সেল্টার বিপক্ষে সবাই অবাক করেই বেলকে একাদশে রেখেছিলেন জিজু। বেল রিয়াল ছেড়ে কোথাও যাচ্ছেন না, সেটাই ম্যাচ শেষে জানালেন রিয়াল কোচ, ‘বেল রিয়ালেই থাকছে। সবাই এটা নিয়ে খুবই ইতিবাচক। এখন শুধু নতুন মৌসুমের দিকেই মনোযোগ দিতে হবে। হ্যাজার্ডের ইনজুরিটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। তবে সে থাকলেও বেলের প্রথম একাদশে খেলাটা বদলাতো না। বেল, হামেসসহ সবাই রিয়ালের জার্সির যোগ্য, তাঁরা এটার জন্য লড়াই করবেই।’ 

    প্রাক মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও জিদান বরাবরই বলে এসেছেন, লিগ শুরু হলেই দেখা যাবে 'আসল' রিয়ালকে। জয় দিয়ে লিগ শুরু করতে পেরে তাই খুশি জিদান, ‘ভালো খেলে জয় পাওয়াটা দরকার ছিল। প্রাক মৌসুমে কঠিন সময় কেটেছে সবার। ভিনি ও বেল দারুণ খেলেছে। লুকাসের গোলেও আমি সন্তুষ্ট। ১০ জনের দল নিয়ে খেলাটা সহজ কাজ না।’  

    চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচেই বিলবাওয়ের কাছে হেরেছে। বার্সার হার নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না জিদান, ‘অন্যদের ম্যাচে কী হলো সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। নিজেদের ফলাফল নিয়েই ভাবছি। তিন পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করতে পারাটা গুরুত্বপূর্ণ ব্যাপার।'