• সিরি আ
  • " />

     

    ফুসফুসের ইনফেকশনে অসুস্থ সারি

    ফুসফুসের ইনফেকশনে অসুস্থ সারি    

    এই মৌসুমের শুরুতে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ক্লাবের প্রথম লিগ ম্যাচে ডাগআউটে নাও দেখা যেতে পারে মাউরিসিও সারিকে। জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুসফুসে ইনফেকশন হয়েছে তাঁর, অসুস্থতার জন্য চিকিৎসা নেওয়াও শুরু করবেন সারি। 

    বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সারি। গত সপ্তাহে তৃতীয় বিভাগের দল ট্রিস্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হন তিনি। এই কারণে জুভেন্টাসের ম্যাচে ডাগআউটে দেখা যায়নি সারিকে। সারি ছিলেন না দলের অনুশীলনেও। ধারণা করা হয়েছিল, ফ্লু থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

    কিন্তু সারির অসুস্থতাটা শুধু ফ্লুতেই সীমাবদ্ধ থাকেনি। পরবর্তীতে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়, সারির ফুসফুসে সংক্রামণ হয়েছে, ‘গত সপ্তাহে ফ্লুর কারণে বিশ্রাম নিয়েছিলেন সারি। পরীক্ষার পর জানতে পেরেছেন, তাঁর ফুসফুসে ইনফেকশন হয়েছে। ক্লাবকে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন সারি। এই অসুখের জন্য চিকিৎসাও শুরু করবেন তিনি।’ 

    আগামী শনিবার পারমার বিপক্ষে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে জুভেন্টাস।