পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেম্বেলে
লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে হারের পাশাপাশি ফুটবলারদের ইনজুরিও চিন্তার ভাজ ফেলেছে কোচ এরনেস্তো ভালভার্দের কপালে। প্রথম ম্যাচের পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন উসমান ডেম্বেলে। এই ম্যাচে পাওয়া চোটের কারণে বেশ কয়েক সপ্তাহ খেলতে পারবেন না লুইস সুয়ারেজও।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের সময়ই হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছিলেন ডেম্বেলে। গতকাল অনুশীলন করতে নেমে ব্যথাটা আরও বেড়ে যায় তাঁর। পরীক্ষার পর জানা গেছে, প্রায় পাঁচ সপ্তাহের মতো খেলতে পারবেন না ডেম্বেলে।
২০১৭ সালে বার্সাতে যোগ দেওয়ার পর থেকেই বারবার ইনজুরিতে পড়েছেন ডেম্বেলে। প্রথম মৌসুমেই মিস করেছেন ২৪ ম্যাচ। এই নিয়ে পাঁচবার লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়লেন তিনি।
এদিকে ডেম্বেলের মতো ইনজুরিতে পড়েছেন সুয়ারেজও। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটের মাথায় মাংসপেশীতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন সুয়ারেজ। পরবর্তীতে জানা যায়, এই ইনজুরির কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সেপ্টেম্বরের মাঝের দিকে ফিরতে পারেন সুয়ারেজ।
ইনজুরির কারণে লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বিলবাওয়ের বিপক্ষে তাঁর অভাবটা ভালমতোই টের পেয়েছে বার্সা। ২৫ আগস্ট রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে ফিরবেন মেসি, বার্সা আশা করছে এমনটাই।