• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিদেশী খেলোয়াড় বাড়ছে একজন, কিন্তু খেলবেন চারজনই

    বিদেশী খেলোয়াড় বাড়ছে একজন, কিন্তু খেলবেন চারজনই    

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের দলবদল শুরু হবে অক্টোবরের ১ তারিখ থেকে। শেষ নভেম্বরের ২০ তারিখ। পেশাদার লিগ কমিটির সভায় নতুন মৌসুমের দলবদলের দিন তারিখ নির্ধারণ হওয়ার পর জানিয়েছেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এবার দলবদলে অবশ্য একটি ব্যাপার বদলে যাচ্ছে। দলে বিদেশী খেলোয়াড় ভেড়ানোর কোটা বাড়ছে একজন।

    আগের নিয়ম অনুযায়ী একাদশে মোট চারজন বিদেশী খেলোয়াড় খেলাতে পারত দলগুলো। সেই নিয়মটাই বলবত থাকবে। কিন্তু স্কোয়াডে মোট পাঁচজন বিদেশী খেলোয়াড় ভেড়াতে পারবে দলগুলো। এশিয়ান কোটায় একজন খেলোয়াড় নেওয়ার নিয়মটাও থাকছে আগের মতো। মাঠে একজন এশিয়ানসহ আরও তিনজন বিদেশী খেলোয়াড় খেলাতে পারবে ক্লাবগুলো। সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি, পরের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী।

    পেশাদার লিগ কমিটির মিটিংয়ে ক্লাবগুলো তিনটি দাবির কথা জানিয়েছে, মাঠ, লিগের সময়সূচী ও বিদেশী খেলোয়াড় বাড়ানো। সালাম মুর্শেদী ব্যখ্যা দিচ্ছেন আগে কোনো বিদেশী খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার জায়গাটা ফাঁকাই পড়ে থাকত। ক্লাবগুলোকে সেই অসুবিধা থেকেই মুক্তি দিতে চান তিনি, "বিদেশী খেলোয়াড় ইনজুরিতে পড়লে কিছু করার নেই। রেজিস্ট্রেশনে আরেকজন বিদেশী বাড়িয়ে দিলে তাদের নতুন সুযোগ থাকে।" 

    সভায় বিদেশী খেলোয়াড় সহ আরও বেশ কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেশাদার লিগগুলোর বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হচ্ছে সেপ্টেম্বরের ২ তারিখ থেকে, চলবে ১২ তারিখ পর্যন্ত। গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন পদ্ধতির পর হবে নক আউট পর্ব। বয়সভিত্তিক দলগুলোর দলবদল চলবে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত। 

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের একডেমি দল এবার থেকে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে অংশ নেবে। সভায় এই দুইটি টুর্নামেন্টের সম্ভাব্য একটি সময় বলে দিয়েছেন সালাম মুর্শেদী, "লিগ শুরুর আগে আমরা ফেডারেশন কাপ আয়োজন করব ডিসেম্বরে। ২০১৯-২০ মৌসুমের লিগ শুরু হবে ১ জানুয়ারি থেকে। আর স্বাধীনতা কাপ চলবে লিগ চলার সময়। ইউরোপের মতো লিগ চলার সময় একই সময়ে ফাঁকে ফাঁকে স্বাধীনতা কাপের খেলা থাকবে দলগুলোর।" 

    জানুয়ারিতে শুরু হওয়া লিগ চলবে জুলাই মাস পর্যন্ত।