• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ ড্র কবে, কখন?

    চ্যাম্পিয়নস লিগ ড্র কবে, কখন?    

    আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর। আজ রাতে ফ্রান্সের মোনাকোতে বসছে এবারের আসরের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠান। ৩২ দলের কে কোন গ্রুপে খেলবে, তা নির্ধারিত হবে আজই।

    চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে মোট ৩২ দল। তাদের মাঝে ২৬টি দল সরাসরি অংশ নিচ্ছে। বাকি ছয় দল এসেছে বাছাইপর্ব খেলে। ড্রয়ে দলগুলোকে ভাগ করা হয়েছে মোট চারটি পটে। প্রথম পটে আছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই ক্লাব লিভারপুল ও চেলসি। সাথে আছে ছয় দেশের লিগ চ্যাম্পিয়নরা। কোনো ক্লাব নিজ দেশের ক্লাবের সাথে একই গ্রুপে পড়বে না। 

    পট-১ 

    বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, পিএসজি, লিভারপুল, চেলসি ও জেনিত সেন্ট পিটার্সবার্গ। 

    পট-২

    রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, নাপোলি, শাখতার ডোনেস্ক, টটেনহাম, বেনফিকা ও আয়াক্স।  

    পট-৩

    লিঁও, বায়ার্ন লেভারকুসেন, রেড বুল সালবার্গ, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, ডায়নামো জাগরেব। 

    পট-৪

    লোকোমোটিভ মস্কো, রেড স্টার বেলগ্রেড, গেনক, গ্যালাতাসারে, আরবি লাইপজিগ, স্লাভিয়া প্রয়াগ, আটালান্টা ও লিলি। 

    বাংলাদেশ সময় আজ রাত দশটায় হবে এই ড্র। ড্রয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা।