এবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের আধিপত্য দেখছেন না ক্লপ
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ফাইনালে খেলেছে প্রিমিয়ার লিগের চারটি ক্লাব। গতবারের মতো এবারও কি ইউরোপিয়ান লিগে আধিপত্য থাকবে ইংলিশ ক্লাবগুলোর? চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ড্রয়ের আগে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ বলছেন, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিপত্য থাকবে না।
এবারের ইউরোপ সেরার শিরোপা জেতার দৌড়ে অনেকটাই পিছিয়ে থাকবে ইংল্যান্ডের ক্লাবগুলো, ক্লপের ধারণা এমনটাই, ‘সব গ্রুপই দারুণ হবে। কে এবার শিরোপা জিতবে সেটা এখনই বলা সম্ভব নয়। আগেরবারের মতো আবার ফাইনাল উঠতে পারলে মন্দ হয় না! অন্য সব দলের মতো আমাদেরও সুযোগ আছে শিরোপা জয়ের। কিন্তু আমার মনে হয় না এবার ইংলিশ ক্লাবগুলোর আধিপত্য দেখা যাবে। এর আগে পট-২ এতো কঠিন কখনোই হয়নি। তাদের সবারই পট-১ এ থাকার কথা। তিন ও চার নম্বর পটের দলগুলোও দারুণ শক্তিশালী।’
জার্মান লিগের দলগুলো এবার কঠিন সময় উপহার দেবে প্রতিপক্ষদের, জানালেন ক্লপ, ‘বায়ার্ন কিছুদিন আগেই পেরিসিচ ও কৌতিনিয়োকে কিনেছে, এটা বড় একটা ব্যাপার। ডর্টমুন্ডের স্কোয়াডের দিকে তাকান। তাদের চেয়ে কি লিভারপুলকে বেশি শক্তিশালী মনে হয়?’
ক্লপের মতে, সব বড় দলই লড়াইয়ের জন্য প্রস্তুত, ‘দারুণ কিছু দল আছে ইউরোপজুড়েই। জুভেন্টাস থাকবে, পিএসজি, রিয়াল মাদ্রিদও আছে। তারা তো বিন্দুমাত্র ছাড় দিতেও প্রস্তুত নয়।’