• লা লিগা
  • " />

     

    ওসাসুনার বিপক্ষেও নেই মেসি

    ওসাসুনার বিপক্ষেও নেই মেসি    

    লিগের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে মেসিকে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও বেশ কয়েকদিন। ইনজুরির কারণে আজ ওসাসুনার বিপক্ষেও খেলতে পারছেন না মেসি। মেসির পাশাপাশি এই ম্যাচে ইনজুরির কারণে নেই লুইস সুয়ারেজ, উসমান ডেম্বেলেও। 

    ইনজুরি কাটিয়ে গত সপ্তাহে বেশ সুস্থ হয়ে উঠেছিলেন মেসি। দলের সাথে নিয়মিত অনুশীলনও করেছিলেন তিনি। তবে গত সপ্তাহের শেষদিকে ডান পায়ের পাতায় খানিকটা ব্যথা অনুভব করেন তিনি। তখন ধারণা করা হয়েছিল, আরও এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।

    ওসাসুনার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত বার্সা স্কোয়াডে রাখা হয়নি মেসিকে। বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে আশা করছেন, দুই সপ্তাহের মাঝেই সুস্থ হয়ে ফিরতে পারেন মেসি। আন্তর্জাতিক সূচির বিরতির পর ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন মেসি, ভালভার্দে বলছেন এমনটাই, 'মেসি এখনো ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আশা করি সে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ফিরবে। কয়েকদিন পর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও খেলবে সে।'