• লা লিগা
  • " />

     

    'রিয়াল সব বিভাগেই পিছিয়ে আছে'

    'রিয়াল সব বিভাগেই পিছিয়ে আছে'    

    সেল্টা ভিগোর বিপক্ষে জয় দিয়েই লিগ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ দুই ম্যাচে ভায়াদোলিদ ও ভিয়ারিয়ালের সাথে পয়েন্ট খুইয়েছে জিনেদিন জিদানের দল। কালকের ম্যাচের পর রিয়াল মিডফিল্ডার কাসেমিরো বলছেন, সব বিভাগেই অনেকটা পিছিয়ে আছে রিয়াল। 

    প্রথম তিন ম্যাচে রিয়ালের পয়েন্ট পাঁচ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাও যখন পয়েন্ট হারাচ্ছে, সেই সুযোগটা নিতে পারেনি রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে কাল হেরেও যেতে পারতো তারা। গ্যারেথ বেলের জোড়া গোলেই হার এড়িয়েছে জিদানের দল

    কাসেমিরো মনে করেন, সব বিভাগেই অনেক উন্নতি করতে হবে রিয়ালের, ‘আমরা সবদিকেই পিছিয়ে আছি। আরও বেশি গোল করতে হবে, রক্ষণভাগেও শক্তিশালী হতে হবে। আক্রমণ, রক্ষণ যেটাই করি না কেনো, সেই মুহূর্তে ওটাতে সেরাটা দিতে হবে সবার। আন্তর্জাতিক বিরতির মাঝে এই ব্যাপারগুলো শুধরে নিতে হবে।’ 

     

     

    রিয়ালের ওপর জয়ের চাপ সবসময়ই একটু বেশি, বলছেন কাসেমিরো, ‘রিয়ালকে সবসময় জয়ের জন্যই নামতে হয়। এই জার্সি যারা পরে তাঁরাও এটাই ভাবেন। সবাই হয়তো অনেক সমালোচনাও করছেন। এটা মেনে নিতে হবে। তবে সবাইকে এটাও বুঝতে হবে যে আমরা পরিশ্রম করছি। মৌসুম কেবল শুরু, আমরা কতদূর যেতে পারি সেটাই দেখার বিষয়।’