• লা লিগা
  • " />

     

    বার্সার স্পোর্টিং ম্যানেজার হচ্ছেন পুয়োল?

    বার্সার স্পোর্টিং ম্যানেজার হচ্ছেন পুয়োল?    

    ২০১৪ সালে ফুটবলকে বিদায় বলার পর থেকেই তাকে ক্লাবের ম্যানেজমেন্টের দায়িত্বে ফেরাতে উদগ্রীব ছিল বার্সেলোনা। মাঝে বছর পাঁচেক কেটে গেলেও কার্লোস পুয়োলের আর বার্সায় ফেরা হয়নি। তবে মার্কা জানিয়েছে, কাতালানদের পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শীঘ্রই। পুয়োলকে ক্লাবের স্পোর্টিং ম্যানেজারের পদে চায় বার্সা, এই সপ্তাহেই এ ব্যাপারে তাকে প্রস্তাব দেবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

     

     

    বার্সায় ১৫ বছর কাটিয়ে অবসরে যাওয়ার পর পুয়োল নিজেও বলেছিলেন, ভবিষ্যতে ফিরতে চান এখানেই। মার্কা জানিয়েছে, বার্সার প্রস্তাবে রাজি হয়ে গেলে স্পোর্টিং ডিপার্তোমেন্টে পুয়োল মূলত কাজ করবেন সাবেক সতীর্থ এরিক আবিদালের সাথে। বার্সা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন; পুয়োলকে ক্লাবে ফেরাতে চান বার্সার সবাই-ই, 'তার ফেরার ব্যাপারে কথাবার্তা চলছে। কার্লোস আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আশা করি সে শীঘ্রই ফিরবে কারণ বার্সার ইতিহাসের সবই তার জানা। স্পোর্টিং ম্যানেজারের দায়িত্বে তাকেই চাই আমরা।'

    স্পোর্টিং ম্যানেজারের পদে চুক্তিবদ্ধ হলে পুয়োলের মূল দায়িত্ব হবে মিডিয়ার সাথে সম্পর্ক নিয়ে কাজ করা এবং ক্লাবের প্রমোশনাল ইভেন্টে কাজ করা। এসবের সাথে বার্সার অ্যাম্বাসেডরের দায়িত্বেও থাকবেন তিনি। বার্সার হয়ে ১৫ বছরে মোট ৫৯৩ ম্যাচ খেলেছিলেন পুয়োল। লা লিগা জিতেছেন ছয়বার, চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনবার। তার অধিনায়কত্বেই ২০০৯ সালে 'হেক্সা' জিতেছিল কাতালানরা।