'নিঃস্বার্থভাবে খেললে মেসির পর্যায়ে যাবে সালাহ'
বার্নলির বিপক্ষে ম্যাচে সাদিও মানেকে পাস না দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মোহামেদ সালাহ। ডাগআউটে ফিরে মানে তো প্রকাশ্যেই রাগটা ঝেড়েছেন। এই ঘটনার পর সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন বলেছিলেন, সালাহ ‘স্বার্থপর’ ফরোয়ার্ড। বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলছেন, নিঃস্বার্থভাবে খেললে লিওনেল মেসির পর্যায়ে যেতে পারবেন সালাহ।
সালাহর মাঝে মেসির ঝলক দেখতে পান ওয়েঙ্গার, ‘সালাহর খেলার ধরন অনেকটাই মেসির মতো। তার খেলা দারুণ পছন্দ আমার। অনেক প্রতিভাবান ফুটবলার সে। তবে মেসি যেমন ধারাবাহিকভাবে পারফর্ম করে, তাকেও সেরকম হতে হবে।’
মেসির মতো হতে হলে স্বার্থপরতা কমাতে হবে সালাহকে, বলছেন ওয়েঙ্গার, ‘সালাহ নিজেই গোল করার ব্যাপারে একটু বেশি ভাবে। বয়স বাড়ার সাথে অবশ্য এটার পরিবর্তন হবে। কখন নিজে গোলের জন্য শট নিতে হবে আর কখন পাস দিতে হবে, এটা বুঝতে পারাটাই গুরুত্বপূর্ণ।’