ম্যারাডোনার পরামর্শেই ফ্রি কিকে মেসি এমন ভয়ংকর!
ফ্রি কিকে লিওনেল মেসি কতটা ভয়ংকর, সেটা হয়তো নতুন করে না বললেও চলে। কিন্তু মেসির এই দুর্দান্ত ফ্রি কিকের পেছনে রহস্যটা কী? আর্জেন্টিনা কিংবদন্তি ও মেসিদের সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনা বলছেন, তার দিক নির্দেশনাতেই আজ মেসি ফ্রি কিকে এতটা অপ্রতিরোধ্য।
২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে খেলেছিলেন মেসি। সেই সময় ফ্রি কিক নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করতে না মেসি, জানালেন ম্যারাডোনা, ‘যখন আমি আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম, তখন আমাদের প্রতিপক্ষের সব গোলরক্ষক ম্যাচসেরা হয়েছিল। মেসির সব শট পোস্টে লেগেছিল। আমি কিন্তু মেসিকে সেরা ফর্মেই পেয়েছিলাম। সে চার-পাঁচজনকে অনায়াসেই কাটিয়ে এগিয়ে যেতো, কিন্তু ফ্রি কিক নিয়ে সমস্যা ছিল। প্রতি অনুশীলনেই তাকে ফ্রি কিক নিতে দেওয়া হতো।’
কীভাবে বদলে গেলো মেসির ফ্রি কিক? ম্যারাডোনা জানালেন সেই রহস্য, ‘কীভাবে ফ্রি কিক নিতে হয় আমি তাকে শিখাইনি। একদিন সে আমাকে বলল, কীভাবে ফ্রি কিক থেকে গোল করতে হয়। আমি তাকে বললাম, পোস্টের মাঝ বরাবর কিক করতে। সে উত্তর দিল, ‘আমি তো মাঝ বরাবরই করি, কিন্তু শট অন্যদিকে চলে যায়!’ আমি তাকে আশ্বস্ত করলাম, অনুশীলন করতে করতেই হয়ে যাবে। এখন তো সে ফ্রি কিকে গোল করতে মিসই করে না!’