• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোর সাথে ডিনারে রাজি মেসিও

    রোনালদোর সাথে ডিনারে রাজি মেসিও    

    ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ড্রয়ের রাতে লিওনেল মেসির সাথে ভবিষ্যতে ডিনার করার ইচ্ছাপোষণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেদিন ডিনারের ব্যাপারে কিছু না বললেও অবশেষে মেসি জানিয়েছেন, রোনালদোর সাথে ডিনার করতে সমস্যা নেই তার।

    ইনজুরির কারণে গত সপ্তাহ তিনেক ধরে মাঠের বাইরে মেসি। এই ফাঁকে বার্সেলোনা অধিনায়কের সাক্ষাৎকার নিয়েছে কাতালান সংবাদপত্র স্পোর্ট। রোনালদোর সাথে ডিনারের ব্যাপারে প্রশ্ন উঠতেই মেশী জানালেন তার মতামত, 'অবশ্যই, তার সাথে ডিনার করতে আমার কোনও সমস্যা নেই। আমি সবসময়ই বলে এসেছি তার সাথে আমার কোনও ব্যক্তিগত সমস্যা নেই, কখনও ছিল না। আমরা কখনও এক দলে খেলিনি, তাই ড্রেসিংরুমও শেয়ার করা হয়নি। সে অর্থে আমরা বন্ধু না। কিন্তু ক্রিশ্চিয়ানোর সাথে ফিফা এবং ইউয়েফার সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই দেখা হয় আমার। আমাদের সম্পর্কটা একান্তই পেশাদারিত্বের।'

     

     

    মেসি আরও বলেছেন, 'এবারের ইউয়েফার অনুষ্ঠানে আমরা একসাথে অনেকক্ষণ গল্প করেছি। আমি অবশ্য এখনও জানি না আমাদের একসাথে ডিনার করা হয়ে উঠবে কি না কারণ পুরস্কার বিতরণী ছাড়া রোনালদোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম। আমাদের দুজনেরই নিজস্ব জীবন এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে কমিটমেন্ট আছে। কিন্তু আমি অবশ্যই ডিনারের প্রস্তাবে সায় দেব, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।'

     

     

    রোনালদোর সাথে সম্পর্কের নিয়ে কথা বলার পর নিজের ফিটনেস নিয়েও স্পোর্টকে আপডেট দিয়েছেন মেসি, 'আমি এখন আগের চেয়ে অনেক ভাল আছি। ইনজুরিটা আসলে খুব বাজে সময়ে হয়েছে আমার, কারণ ঐ অনুশীলনের দিনই আমি ছুটি কাটিয়ে ফিরেছিলাম। প্রথমে তেমন গুরুতর না হলেও বেশ ভুগতে হয়েছে আমাকে। বার্সার চিকিৎসকদের সাহায্যে এখন ব্যথা কমে এসেছে অনেকটাই। ইনজুরি থেকে ফেরার জন্য উদগ্রীব আমি। তবে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরব, এর আগে না।'