ডর্টমুন্ড ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন মেসি
লা লিগায় চার ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। কিন্তু এখনও দলের হয়ে মাঠে নামা হয়নি অধিনায়ক লিওনেল মেসির। আগস্টের শুরুতে নতুন মৌসুমে প্রথমদিন অনুশীলনে এসে ইনজুরি পড়েছিলেন। এরপর তাঁর মাঠে ফেরার সময় শুধু পিছিয়েছে কয়েক দফায়। তবে বার্সার জন্য সুখবর হচ্ছে, রবিবার পুরোদমে মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি।
চ্যাম্পিয়নস লিগে বার্সার রপথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। জার্মানি রওয়ানা হয়ে যাওয়ার কিছু আগেই এর্নেস্তো ভালভার্দের দল ঘোষণা করার কথা। মেসি সঙ্গী হতে পারেন জার্মানিগামী বিমানেও। তবে তার মানে এটাও নয় যে তিনি ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এর্নেস্তো ভালভার্দে জানিয়েছিলেন মেসিকে তাড়াহুড়ো করে ফেরাতে চান না তিনি।
উসমান ডেম্বেলেও ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছেন। মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। লুইস সুয়ারেজও ওই ম্যাচ শেষে ইনজুরিতে পড়েছিলেন। তবে তিনি ফিরেছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। জোড়া গোল করে বার্সার ৫-২ ব্যবধানের জয়ে বড় অবদানও রেখেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।