নাপোলির বিপক্ষে নিজেদের ফেভারিট মানছেন না ক্লপ
চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। লিভারপুলের এবারের মিশনটা শুরু হচ্ছে নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে। গতবারও গ্রুপ পর্বে এই নাপোলিকে পেয়েছিল ইউর্গেন ক্লপের দল। স্টাডিও সান পাওলো স্টেডিয়ামে নাপোলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্লপ বলছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও নিজেদের ফেভারিট মানছেন না তিনি।
গত মৌসুমে নাপোলির মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিল তারা। অ্যানফিল্ডের ফিরতি লেগে একই ব্যবধানে জিতেই নকআউট পর্ব নিশ্চিত করে ক্লপের দল। পরবর্তীতে লিভারপুলের কোচ হিসেবে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পান ক্লপ, ষষ্ঠবারের মতো ইউরোপসেরা হয় লিভারপুল।
নাপোলির বিপক্ষে ম্যাচের আগে নিজের শিষ্যদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন ক্লপ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও ফেভারিট নয় লিভারপুল, সাফ জানিয়ে দিলেন ক্লপ, ‘আমরা গতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু নতুন মৌসুম সবসময়ই ভিন্ন, আমরা তাই নিজেদের ফেভারিটও মানছি না। নাপোলি খুব শক্তিশালী দল। গত কয়েক মৌসুম ধরে তারা ইতালিয়ান লিগে রানার্সআপ হয়ে আসছে। তারা ভিন্ন ধরনের ফুটবল খেলেছে। শেষবার তাদের বিপক্ষে দেখায় খুব কষ্টকর জয় পেয়েছিলাম। আমরা সৌভাগ্যবানই ছিলাম বলতে পারেন। তারা দারুণ পাল্টা আক্রমণ করে, অনেক নতুন কৌশল দেখা যায়। তাদের খেলা দেখতে আমারও ভালো লাগে। রক্ষণে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’
চ্যাম্পিয়নস লিগ জিতলেও লিভারপুল ইউরোপের সেরা দল নয়, দাবি ক্লপের, ‘ইউরোপে অনেক ভালো দল আছে। তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে। আমরা ইউরোপের সেরা দল নই, কারণ আমি শুনেছি ম্যানচেস্টার সিটিই সেরা দল। তাহলে আমরা সেরা হই কীভাবে? গত মৌসুমে আমরা ভালো খেলেছি। আমরা সঠিক সময়ে ভালো খেলেছি বলেই শিরোপা জিতেছি।’