বার্সা ড্রেসিং রুমের আস্থা হারাচ্ছেন ভালভার্দে
'আয়নাবাজি' সিনেমার মত ২০১৯-২০ মৌসুমে যেন 'আইডেন্টিটি ক্রাইসিস-এ ভুগছে বার্সেলোনা। 'হোম' ম্যাচে দেখা মিলছে দুর্ধর্ষ বার্সার, গোলের বন্যায় যারা ভাসিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। অন্যদিকে আছে 'অ্যাওয়ে' ম্যাচের বার্সা; যাদের গায়ে নীল-মেরুন জার্সি না থাকলে হয়তো চেনাই হয়ে পড়ত দুঃসাধ্য। লা লিগায় ৫ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট, গত ২৫ বছরে সবচেয়ে বাজে শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা বার্সার ফর্মহীনতার কারণে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এর্নেস্তো ভালভার্দেকে। ইএসপিএন জানিয়েছে, এতদিন ভালভার্দের পক্ষে থাকা বার্সার ফুটবলাররাই আস্থা হারাচ্ছেন তার ওপর।
গত মৌসুমে লিভারপুলের বিপক্ষে হারের পরও মিডিয়ায় প্রকাশ্যে ভালভার্দেকে সমর্থন জানিয়েছিলেন পিকে এবং মেসিরা। কিন্তু এবার যেন ধৈর্যের বাধ ভেঙে গেছে বার্সার ফুটবলারদেরই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বার্সার ড্রেসিংরুমের এক সূত্র থেকে জানানো হয়েছে, "গ্রানাদার কাছে হারের পর ফুটবলাররা বেশ হতাশ খেলার ধরণ নিয়ে। দলে জয়ের ক্ষুধা বা খেলায় বার্সার চিরপরিচিত ছাপ নেই একেবারেই।"
গ্রানাদার কাছে হারের পর হতাশ লিওনেল মেসি
ফুটবলারদের মত ভালভার্দে নিজেও মানেন, বার্সার এমন বিবর্ণ পারফরম্যান্সের জন্য দায়ী তিনিই। গ্রানাদা ম্যাচের পর সংবাদ সম্মেলনে দায়ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন স্প্যানিশ কোচ। ভালভার্দের পদত্যাগের চাচ্ছেন বার্সার কট্টর সমর্থকেরাই। তবে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এখনই তার ওপর আস্থা হারাচ্ছেন না প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ভালভার্দের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বার্সা বোর্ড। বার্তোমেউ জানিয়েছেন, মৌসুমটা বেশ জটিল এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তাদের জন্য।
প্রেসিডেন্টের সাথে একমত স্ট্রাইকার লুইস সুয়ারেজও, "আজকের হার আমাদের ভোগাচ্ছে বেশ, কারণ পুরো ম্যাচে অনেক জায়গা আছে যেখানে এখনও আমাদের উন্নতির অবকাশ আছে। মৌসুমের এখনও অনেক সময় বাকি আছে, কিন্তু এসব ম্যাচই আসলে আপনাকে শিরোপা জেতাতে সাহায্য করবে। লিগ জিততে চাইলে আমাদের আরও শক্ত পারফরম্যান্স দিতে হবে। মৌসুমটি বেশ লম্বা এবং কঠিন হতে যাচ্ছে এবার।"