ব্যাটিং অর্ডার বিভ্রাটেই একসাথে নেমেছিলেন পান্ট-আইয়ার
অষ্টম ওভারের দ্বিতীয় বলে শিখর ধাওয়ান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন। এরপর ক্রিজে নামার জন্য তৈরি হয়ে ড্রেসিংরুম থেকে নিচে নামছিলেন রিশাভ পান্ট। পান্ট নামার সময় পাশে তাকিয়ে দেখলেন, তার সাথে নামছেন শ্রেয়াস আইয়ারও! দুইজন তো আর একসাথে ক্রিজে নামা যায় না। কিন্তু এরকম বিভ্রাট কেনো? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন, ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে পান্ট-আইয়ারের ঠিকভাবে যোগাযোগ না হওয়াতেই এই বিভ্রান্তি।
কোহলি বলছেন, আইয়ার নয়, ওই মুহূর্তে চার নম্বরে নামার কথা ছিল পান্টেরই, ‘আমরা শুরু থেকেই ভেবেছিলাম, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার নির্ধারণ করব। আগে ভাবা হয়েছিল আইয়ার নামবে। ১০ ওভারের পর সিদ্ধান্ত হয়, কোনো ব্যাটসম্যান আউট হলে নামবে পান্টই। পান্ট-আইয়ার দুইজনই তাই ধন্ধে পড়ে গিয়েছিল। এজন্যই তারা একসাথে মাঠে নামার জন্য নিচে নামছিল।’
পান্ট-আইয়ারের ব্যাটিং বিভ্রাটে অবশ্য খানিকটা মজাই পেয়েছেন কোহলি, ‘ব্যাটিং কোচ বিক্রম মাথুর পরে দুইজনের সাথে কথা বলেছেন। ভুল বুঝাবুঝিতেই আসলে এমনটা হয়েছিল। আমিও পরে এটা বুঝতে পেরেছি। যদিও ব্যাপারটা আসলে খুব মজার ছিল। যদি তারা দুইজন একসাথে ক্রিজে চলে যেত, সেটা আরও মজার হতো!’
শেষ পর্যন্ত চার নম্বরে নেমেছিলেন পান্টই। পরে কোহলির আউটের পর ক্রিজে নামেন আইয়ার। পান্ট ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন, আইয়ার করেছেন ৫ রান।