• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ইতিহাসে ঢুকে গেলেন কুতিনিয়ো

    ইতিহাসে ঢুকে গেলেন কুতিনিয়ো    

    এফসি কোলনের বিপক্ষে গত সপ্তাহে আলিয়াঞ্জ অ্যারেনাতে বায়ার্ন মিউনিখের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনিয়ো। গোল এবং অ্যাসিস্ট করে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। 'বাভারিয়ান'দের হয়ে প্রথম গোলেই ইতিহাসে ঢুকে গেছেন কুতিনিয়ো।

    মাত্র নবম ফুটবলার হিসেবে ফুটবল ইতিহাসে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিতেই (প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা) গোল করলেন কুতিনিয়ো। ইন্টার মিলান, লিভারপুল, বার্সেলোনা এবং বায়ার্নের হয়ে গোল করে এই তালিকায় ঢুকে গেলেন তিনি। ইব্রাহিমোভিচের এই রেকর্ড আছে। তিনি অবশ্য বুন্দেসলিগায় খেলেননি কখনও। এছাড়া বাকি চার লিগে গোল আছে তার।

    এখন পর্যন্ত শীর্ষ পাঁচ লিগে (ফ্রেঞ্চ লিগ সহ) গোল করেছেন কেবল একজনই। একবিংশ শতাব্দীতে এই রেকর্ড আছে কুতিনিয়ো সহ মাত্র চারজনের। রোমানিয়ার স্ট্রাইকার ফ্লোরিন রাদুসিও ছাড়া এই রেকর্ড নেই আর কারও। ইতালিতে বারি, ভেরোনা, ব্রেসিয়া, এসি মিলানের হয়ে গোল করেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে ওয়েস্টহাম, লা লিগায় এস্পানিওল, বুন্দেসলিগায় স্টুটগার্ট ও ফ্রেঞ্চ লিগে ক্রেতেই লুসিতানোসের হয়ে গোল করেছিলেনতিনি।

    প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা- এই চার লিগে গোল করা  বাকি আটজন হলেন:

    • গিওর্গি পোপেস্কু
    • জন দাল টমাসন
    • পিয়ের ওম
    • ওবাফেমি মার্টিনস
    • কেভিন-প্রিন্স বোয়াটেং
    • বোয়ান কিরকিচ
    • জনাথন ডি গুজম্যান
    • ফিলিপ কুতিনিয়ো