• লা লিগা
  • " />

     

    বার্সা বা প্রিমিয়ার লিগ দলের দায়িত্ব নিতে চান জাভি

    বার্সা বা প্রিমিয়ার লিগ দলের দায়িত্ব নিতে চান জাভি    

    এ বছরের মে মাসে ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। অবসরের পরই কাতারের ক্লাব আল সাদের ম্যানেজারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার এবার জানিয়েছেন, ম্যানেজার হিসেবে বার্সেলোনা বা প্রিমিয়ার লিগ কোনো দলের দায়িত্ব নিতে চান তিনি। 

    অবসরের আগে থেকেই অবশ্য কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছাপোষণ করে আসছিলেন জাভি। কোচিংয়ে হাতেখড়ির সু্যোগ করে দেওয়ায় আল সাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি, "আল সাদে আমি আমার পেশাদারি ক্যারিয়ারের শেষ চার বছর কাটিয়েছি। সব দিক দিয়েই তার আমাকে দারুণ সাহায্য করেছে।’ আল সাদে কোচিংয়ের পর বার্সাতেই ফিরতে চান; জানিয়েছেন জাভি, “আমি কখনোই এটা লুকোনোর চেষ্টা করিনি যে বার্সার ম্যানেজার হিসেবেই আমি ফিরতে চাই। এটাই আমার ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জ।" 

     

    বার্সায় জাভির ম্যানেজার ছিলেন পেপ গার্দিওলা

     

    "এখনও আমি কোচিং এবং ম্যানেজমেন্টে নতুন, তবে কোচিংয়ের ব্যাপারটি বেশ উপভোগ করছি। ভবিষ্যতে কোচিং নিয়ে আমার পরিকল্পনা আমার পেশাদারি ক্যারিয়ারের মতই; বার্সেলোনায় যাওয়া। বার্সার মত দলকে কোচিং করানো অনেক বড় সম্মানের ব্যাপার।“

    বার্সায় ফেরার ইচ্ছা থাকলেও প্রিমিয়ার লিগে কোচিং করানোর সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না জাভি, “অবশ্যই বার্সায় ফেরা আমার লক্ষ্য। কিন্তু প্রিমিয়ার লিগে কে কোচিং করাতে চাইবে না? ইংল্যান্ডের স্টেডিয়ামগুলো কানায় কানায় পূর্ণ থাকে। বিশ্বের সেরা ফুটবলারেরা সেখানে খেলেন। প্রিমিয়ার লিগ আসলেই দুর্দান্ত একটি লিগ।

    আমাকে বাছাই করার সুযোগ দিলে আমি সিটি, আর্সেনাল, ইউনাইটেড, বা চেলসির মত বড় কোনও ক্লাবকেই বেছে নেব। মরিসিও পচেত্তিনো, ইয়ুর্গেন ক্লপ, উনাই এমেরিরা ইংল্যান্ডে দারুণ কাজ করছেন।“

    বার্সায় খেলার সময় পেপ গার্দিওলার অধীনে ‘হেক্সা’ জিতেছিলেন জাভি। ম্যানচেস্টার সিটির ম্যানেজারকেই নিজের আইডল ভাবছেন তিনি, “পেপ বিশ্বের সেরা ম্যানেজার। তার তুলনায় আমি আক্ষরিক অর্থেই নস্যি। খেলোয়াড়ি জীবনে হয়তো আমাদের মাঝে তুলনা হতে পারত, কিন্তু এখন সেটা অসম্ভব।

     

     

    গার্দিওলার কোচিং পদ্ধতির বিরাট ভক্ত আমি। কোচিংয়ের বিভিন্ন ধরন আছে, কিন্তু গার্দিওলা সিটিতে যেটা করছেন; সেটাই আমার সবচেয়ে পছন্দের। পেশাদারি ক্যারিয়ারে তিন এবং বার্সার ম্যানেজার হিসেবে চার- মোট সাত বছর একসাথে কাটিয়েছি আমরা। গার্দিওলা আমার জন্য অনুকরণীয় উদাহরণ।”