• সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়শিপ
  • " />

     

    লটারির পর সেমিতে ভুটানকে পেল বাংলাদেশের কিশোররা

    লটারির পর সেমিতে ভুটানকে পেল বাংলাদেশের কিশোররা    

    সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুরু। পরের ম্যাচে ভারতের সাথে গোলশুন্য ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ দল। আজ নিশ্চিত হয়েছে, বাংলাদেশ রানার আপ হয়েই সেমিফাইনালে উঠেছে। কাঠমান্ডুতে ২৭ সেপ্টেম্বর শেষ চারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

    বাংলাদেশের মতো ভারতও শ্রীলংকাকে হারিয়েছে ৩-০ গোলে। দুই দলের গোল ব্যবধান থেকে শুরু করে সবকিছু সমান হওয়ার পর গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণে লটারি করা হয়। সেখানে বাংলাদেশ রানার আপ হয়েছে, অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভুটানেরই মুখোমুখি হচ্ছে। যদিও ফিফা বা ইউয়েফার টুর্নামেন্টে এসব ক্ষেত্রে কম হলুদ কার্ড দেখার নিয়ম আছে। তবে এক্ষেত্রে এটি মানা হয়নি। এই আসরে বর্তমান রানার আপ বাংলাদেশ।

     

     

    ২৯ সেপ্টেম্বর ফাইনাল হবে কাঠমান্ডুতেই।