• শ্রীলংকার পাকিস্তান সফর
  • " />

     

    ডিসেম্বরে সবাইকে নিয়েই পাকিস্তানে যেতে চান শ্রীলংকা কোচ

    ডিসেম্বরে সবাইকে নিয়েই পাকিস্তানে যেতে চান শ্রীলংকা কোচ    

    অনেক জল্পনা কল্পনার পর পাকিস্তান সফরে এসেছে শ্রীলংকা। তবে দলের সাথে আসেননি অধিনায়ক দিমুথ করুনারত্নে, লাসিথ মালিঙ্গাসহ দশজন সিনিয়র ক্রিকেটার। দ্বিতীয় ওয়ানডের আগে করাচীর স্টেডিয়ামে অনুশীলন করাতে আসা লংকান দলের কোচ রুমেশ রত্নায়েকে জানিয়েছেন, এবার না এলেও ডিসেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত টেস্ট সিরিজে দলের সাথে আসবেন সবাই। 

    কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাঝেই পাকিস্তানে পা রেখেছিল শ্রীলংকা দল। হোটেল, টিম বাস কিংবা স্টেডিয়াম, সবখানেই থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটা নির্বিঘ্নে পার হলে টেস্ট সিরিজ খেলতে আর আপত্তি থাকবে না করুনারত্নেদের, বিশ্বাস রত্নায়েকের, ‘এই সিরিজটা ডিসেম্বরের টেস্ট সিরিজের জন্য একটা পরীক্ষা। এটা ঠিকঠাকভাবে হয়ে গেলে শ্রীলংকার অন্যরাও পাকিস্তানে আসার ব্যাপারে উৎসাহ পাবে। তবে আমরা কাউকে জোর করিনি, ভবিষ্যতেও করব না। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মান করতে হবে। এই সিরিজে সবকিছু ভালোভাবে হলে শুধু শ্রীলংকা না, অন্য দেশের ক্রিকেটাররাও এখানে আসতে আগ্রহী হবেন।’ 

    ম্যাচের সময়ও এমন ঝলমলে রোদ থাকবে তো?

     

    সিনিয়র ক্রিকেটারদের না আসার সাথে যোগ হয়েছে করাচীর বৃষ্টি। শ্রীলংকা দল প্রথম ওয়ানডের আগে ঠিকভাবে অনুশীলনটাও সেরে নিতে পারেনি, দ্বিতীয় ম্যাচের আগেও অবস্থার পরিবর্তন হয়নি। রত্নায়েকে জানালেন, বৃষ্টির কারণে প্রস্তুতিটা একদমই ভালো হয়নি তাদের, ‘বৃষ্টির কারণে এখানে আসার আগে থেকেই অনুশীলনে বাঁধা পেয়েছি। মনে হচ্ছে পুরো পৃথিবীজুড়েই বৃষ্টি হচ্ছে! আমরা মাত্র দুইদিন বাইরে অনুশীলন করতে পেরেছি। তাই বুঝতেই পারছেন প্রস্তুতিটা ভালো হয়নি। তবে দলের সবাই পেশাদার ক্রিকেটার, এটায় খুব বেশি সমস্যা হবে না। আশা করি পরের ম্যাচে বৃষ্টি হবে না।’ 

    মাঠে অনুশীলন করতে না পারলেও দলকে নানাভাবে উজ্জীবিত করেছেন রত্নায়েকে, ‘দলকে উজ্জীবিত করার অনেক উপায়ই আছে। পাকিস্তান দলকে নিয়ে অনেক কিছু বলেছি। তারা পেশাদার ক্রিকেটার, মাঠে কী করতে হবে সেটা ভালোভাবেই জানে। আজ অবশ্য বৃষ্টির চেয়ে তীব্র রোদটাই বেশি সমস্যা করেছে। ম্যাচের সময় যেমন কন্ডিশনই হোক না কেনো, সেটার সাথে ব্যাটসম্যানদের মানিয়ে নিতে হবে।’ 

    আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলংকা। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল প্রথম ম্যাচ, বদলাতে হয়েছিল দ্বিতীয় ম্যাচের সময়সূচিও।