• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'বার্সা তাদের কারিশমা হারিয়ে ফেলেছে'

    'বার্সা তাদের কারিশমা হারিয়ে ফেলেছে'    

    কয়েক সপ্তাহ আছে স্লাভিয়া প্রাগের মাঠে খুব কষ্টার্জিত জয় নিয়েই ঘরে ফিরেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বার্সা এবার প্রাগের জালে বলই জড়াতে পারেনি। বার্সেলোনার এমন গোলশূন্য ড্রয়ের পর সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, বার্সার আগের সেই কারিশমা আর নেই। 

    বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলছেন, বার্সার ধীরগতির খেলা দেখে হতাশ তিনি, ‘তারা লিগের শীর্ষে আছে, গ্রুপের শীর্ষে আছে। কিন্তু তাদের খেলা দেখে মনে হচ্ছে তারা খুবই সংকটে পড়েছে। খুব ধীরগতির ফুটবল খেলছে বার্সা। গোলপোস্টের সামনে বোঝাপড়াটা নেই বললেই চলে। প্রতিবার যখন তারা বল হারিয়েছে, তখনই মনে হচ্ছি পাল্টা আক্রমণে গোল হজম করবে। এই দলটার সেই আগের কারিশমা নেই, তাদের আত্মবিশ্বাসেরও ঘাটতি আছে।'

    মেসির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে এর আগেও অনেক সমালোচনা শুনেছে বার্সা। ওয়েঙ্গারও বলছেন, বার্সা সবসময় মেসির দিকে তাকিয়ে থাকে, ‘খেলা দেখে আমার মনে হয়েছে, তারা মেসির দিকে তাকিয়ে আছে। দলের মৌলিক শক্তিটাই আসলে হারিয়ে গেছে। আগে তাদের খেলার যে দারুণ ছন্দ ছিল, দলের সবাই যেভাবে একত্রে খেলেছে, তাদের থেকে বল নেওয়াই কঠিন ব্যাপার হতো। সেটার সাথে যোগ হতো মেসির খেলা। কিন্তু এখন সবাই অপেক্ষা করে মেসি কখন কী করবে।’ 

    বার্সেলোনার বাজে পারফরম্যান্সের জন্য সবচেয়ে বেশি কথা শুনতে হচ্ছে কোচ এরনেস্তো ভালভার্দেকে। ওয়েঙ্গার অবশ্য শুধু ভালভার্দেই দোষারোপ করতে নারাজ, ‘দিনশেষে সবাই কোচকে দোষারোপ করে। কিন্তু দোষ কি শুধু কোচের? তার যা আছে সেটা নিয়েই তিনি লড়ছেন। আর ফুটবলার কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তো বোর্ড নেয়, কোচ না।’