• অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০
  • " />

     

    অ-১৯ বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশ আম্পায়ার সৈকত, মাসুদুর

    অ-১৯ বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশ আম্পায়ার সৈকত, মাসুদুর    

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ অফিশিয়াল হিসেবে যাচ্ছেন বাংলাদেশের দুজন আম্পায়ার- শরফউদ্দৌলা সৈকত ও মাসুদুর রহমান। ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে অ-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন তিনজন- এনামুল হক, শরফউদ্দৌলা ও আনিসুর রহমান। দেশের বাইরে প্রথমবারের মতো কোনও আইসিসি ইভেন্টে একসঙ্গে একাধিক বাংলাদেশী আম্পায়ার সুযোগ পেলেন এবার। 

    ২০১০ সালে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়েছিল সৈকতের, এরপর ৪১টি ওয়ানডে ও ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে আইসিসি উইমেনস ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও ছেলেদের বিশ্বকাপ বাছাইপর্বে আম্পায়ারিং করেছিলেন তিনি। সঙ্গে ১২টি যুব ওয়ানডেতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

    ২০১৮ সালে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক মাসুদুরের, এরপর থেকে তিনি দায়িত্ব পালন করেছেন ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। মাসুদুররের এটিই প্রথম কোনও আইসিসি ইভেন্ট। 

    ১২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হবে বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর।