• অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০
  • " />

     

    ঈদের পর অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করতে চায় বোর্ড

    ঈদের পর অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করতে চায় বোর্ড    

    অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জেতার পর তাদের নিয়ে বড় পরিকল্পনাই ছিল বিসিবির। অনূর্ধ্ব ২১ দল গঠন করে আকবরদের খেলার মধ্যে রাখার প্ল্যান ছিল। কিন্তু করোনার কারণে সেটা হয়নি, পিছিয়ে গেছে পরের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাচকে নিয়ে পরিকল্পনাও। আপাতত ঈদের পর থেকে অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে পরিকল্পনা করতে চায় বিসিবি। আজ মিরপুরে সেটি নিশ্চিত করেছেন বোর্ড গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদর

    দেশে এখনো ক্রিকেটাদের জন্য বিসিবির কোনো কার্যক্রম শুরু হয়নি। করোনা ভাইরাসের পর এখনও সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ, কবে শুরু হবে সেটিও বিসিবি বলতে পারেনি নির্দিষ্ট করে। তবে এখনকার অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে ঈদের পর একটা ক্যাম্প করার পরিকল্পনা আছে বোর্ডের, জানালেন মাহমুদ, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আর ১৬ মাস দূরে। সেটা নিয়েই কথা হচ্ছে কী করতে পারি। ঈদের পর দেশের পরিস্থিতি ভালো হলে আগস্টের মাঝামাঝি কিংবা শেষ দিকে ক্রিকেটারদের বিকেএসপিতে রেখে ক্যাম্প করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড l চার সপ্তাহের ক্যাম্প, সেখানে থাকবেন নির্বাচকেরাও l বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেল ব্যবহার করা হতে পারে l’

    এই বছর ইংল্যান্ডে অনূর্ধ্ব ১৯ দলের একটা ক্যাম্প হওয়ার কথা থাকলেও সেটা  করোনার কারনে ভেস্তে গেছে। সামনের বছর আবার সেই পরিকল্পনা আছে বোর্ডের, ‘ওদের জন্য আমরা প্ল্যান করছিলাম। ইংল্যান্ডে এই বছর কিছু করা যায় কিনা। বছরটা তো মিস করলাম।  আর সেপ্টেম্বর-অক্টোবরে ওই কন্ডিশন তো পাওয়া যাবে না। এখন থেকে প্ল্যান করছি সামনের বছর জুন-জুলাইয়ে ৬০ দিনের কটা ক্যাম্প। আমাদের টার্গেট হবে ক্যাম্প,কিছু ম্যাচও থাকবে। সেখানে আমরা ভালো কিছু কোচদের চাই, যেন ওখান থেকে ছেলেরা কিছু শিখতে পারে।