• স্প্যানিশ সুপার কাপ
  • " />

     

    স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে কেন?

    স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে কেন?    

    এতদিন লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে চ্যাম্পিয়নের মাঝেই হতো সুপার কোপা দে এস্পানার ফাইনাল। ৩৭ বছরের পুরনো টুর্নামেন্টটির ফরম্যাট এবার থেকে পুরোপুরি বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এবার আর দুইদল নয়, সুপার কাপে অংশ নেবে চার দল। 

    ১৯৮২ সাল থেকে লিগ চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে বিজয়ীর মাঝে দুই লেগের সুপার কাপ ফাইনাল হয়ে আসছে। গত মৌসুমে সেই প্রথা ভেঙে সেভিয়া ও বার্সেলোনার মাঝে ফাইনালটি হয়েছিল এক লেগের।  মরক্কোতে অনুষ্ঠিত সেই ম্যাচে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বার্সা।



    লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনার ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে ভ্যালেন্সিয়া। নিয়ম অনুযায়ী কোপা ডেল রে এর রানার্সআপও অংশ নেবে টুর্নামেন্টে। যদি একই দল লা লিগায় শীর্ষ দুইয়ে থাকার পাশাপাশি কোপার ফাইনালেও খেলে, তাহলে ফাঁকা স্থানটি পূর্ণ করবে লিগের শীর্ষ দুইয়ের পরে থাকা সুপার কাপে বেশি খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ ক্লাবটি। সে হিসেবেই অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

    এবার সুপার কাপ অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। দেশরে বাইরে সুপার কাপ আয়োজনের প্রথা অবশ্য চালু হয় গেছে ইতালি ও ফ্রান্সে। তবে স্প্যানিশ ফুটবলে এমনটা হচ্ছে এবারই প্রথম। সৌদি আরবে এরই মধ্যে স্টেডিয়ামের প্রায় সব টিকেটই বিক্রি হয়ে গেছে। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের জন্য ১২,০০০ করে টিকেট বরাদ্দ থাকলেও স্পেন থেকে বেশিরভাগ টিকেটই ফেরত দিয়েছে ক্লাবগুলো। এর ভেতর রিয়াল মাদ্রিদ ৭০০, বার্সেলোনা ৩০০, অ্যাটলেটিকো মাদ্রিদ ৫০ ও ভ্যালেন্সিয়া নিজেদের সমর্থকদের কাছে মাত্র ২৫টি টিকেট বিক্রি করতে পেরেছে। ক্লাবগুলোর ফেরত দেওয়া টিকেটও অবশ্য সৌদি আরবে বিক্রি হচ্ছে হটকেকের মতো।