ছোটদের লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বৃষ্টিতে রক্ষা বাংলাদেশের
পচেফস্ট্রুমে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশের যুবারা। হোঁচট খেতে খেতে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ম্যাচটা ভেস্তে গেছে বৃষ্টিতে। সুপার লিগ অবশ্য দুই দলেরই নিশ্চিত হয়েছিল আগে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি, ২৭ রানের ভেতর দুই উইকেট হারিয়ে ফেলে। তৌহিদ হৃদয় ৪ রানে আউট হলে আরেকটা ধাক্কা খায়। ওদিকে ওপেনার তানজিদ হাসান ভালো খেলছিলেন, ৩৪ রানও করে ফেলেছিলেন দ্রুত। কিন্তু এরপরেই আউট হয়ে যান। এর মধ্যে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ, একটা সময় ১০৬ রানের মধ্যে হারিয়ে ফেলে ৯ উইকেট। এর মধ্যে বৃষ্টি বার দুয়েক বন্ধ রেখেছিল খেলা। কিন্তু এবার আর শুরুই হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে।
এটার ফলে অবশ্য লাভ হয়েছে বাংলাদেশেরই। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রেখেছে সুপার লিগে, সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ডি গ্রুপের রানার আপ দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তান।