• অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০
  • " />

     

    চোটের ধাক্কা নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশের যুবারা

    চোটের ধাক্কা নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশের যুবারা    

    প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। সেমিফাইনালে আগামীকাল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে এর মধ্যেই একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশের যুবারা, কাঁধের চোটে সিরিজ শেষ হয়ে গেছে অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর। এর মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরেক অলরাউন্ডার এসএম মেহেরব হাসান।

    ২০১৬ সালে দেশের মাটিতে তৃতীয় হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা সাফল্য। কাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সেই কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার দিকে আরেক ধাপ এগুবেন আকবররা। দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। বাংলাদেশ অধিনায়ক আকবর জানেন, লড়াইটা সহজ হবে না তার জন্য, ‘আমার মনে হয় ফিফটি-ফিফটি চ্যালেঞ্জিং খেলা হতে চলেছে। কারণ তারা দল হিসেবে বেশ ভালো। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো করলে তাদের হারানো সম্ভব। পাকিস্তান ম্যাচে ব্যাটিং এতোটা ভালো হয়নি। আমরা কিছু বাজে শট খেলেছি।’

    মৃত্যুঞ্জয় ছিটকে গেছেন, তার জায়গায় আসা মেহেরবও বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। চোটের জন্য অনিশ্চিত অলরাউন্ডার শামীম পাটোয়ারীর খেলাও। আকবর অবশ্য আশাবাদী, কাল শামীমকে পাচ্ছেন, ‘আমার মনে হয় ফিফটি-ফিফটি চ্যালেঞ্জিং খেলা হতে চলেছে। কারণ তারা খুব ডিসেন্ট একটা সাইট। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো করলে তাদের হারানো সম্ভব। পাকিস্তান ম্যাচে ব্যাটিং এতোটা ভালো হয়নি। আমরা কিছু বাজে শট খেলছি, ‘ইনজুরির উপর আমাদের কোনো হাত নেই। মৃত্যুঞ্জয়কে পাওয়া যাচ্ছে না। কিন্তু শামীম ম্যাচ শুরুর আগে সেরে উঠবে বলে আশাবাদী। টিম যেরকমই থাকবে সেটা নিয়েই আমাদের লড়াই করতে হবে।’

    বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়, দেখানোর কথা স্টার স্পোর্টসে।