• কুইজ
  • " />

     

    তিন ফরম্যাটের দ্রুততম সেঞ্চুরি : শীর্ষ পাঁচের তালিকা জানেন আপনি?

    তিন ফরম্যাটের দ্রুততম সেঞ্চুরি : শীর্ষ পাঁচের তালিকা জানেন আপনি?    

    ফাস্ট-ফরোয়ার্ড স্টাইলে সেঞ্চুরি- সবসময় আপনি দেখবেন না। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরিয়ানদের শীর্ষ পাঁচের একজন করে অনুপস্থিত আছেন এ তালিকায়। পূরণ করতে পারবেন? তিনটির মধ্যে কটি পারলেন, জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। 
     


    (বলের হিসেবে)


    টেস্টে রেকর্ডটা ব্রেন্ডন ম্যাককালামের, ক্যারিয়ারের শেষ টেস্টে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুনে হয়ে উঠেছিলেন তিনি। ১৯২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক গ্রেগরি, মূলত যিনি পরিচিত ছিলেন ফাস্ট বোলার হিসেবে। তখনকার সময়ে যা ছিল দ্রুততম। ১৯৮৬-৮৬ মৌসুমে সে রেকর্ড ভেঙেছিলেন ভিভিয়ান রিচার্ডস- এ তালিকায় যার উপস্থিতি খুবই স্বাভাবিক। ২০১৪-১৫ মৌসুমে তার পাশে নাম লেখালেন মিসবাহ-উল-হক, অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে ৫৬ বলে সেঞ্চুরি করে। 

    তবে মিসবাহর আগে আরেকজন খুব কাছে গিয়েছিলেন রিচার্ডসের রেকর্ডের, লেগেছিল ১ বল বেশি। কে তিনি? 
     


    শাহিদ আফ্রিদির রেকর্ড টিকেছিল প্রায় ২১ বছর। আফ্রিদির ৩৭ বল সেঞ্চুরির তিন বছর পর ব্রায়ান লারার সেঞ্চুরি করতে লেগেছিল তার চেয়ে ৮ বল বেশি। শেষ পর্যন্ত সে রেকর্ড ভেঙেছিলেন কোরি অ্যান্ডারসন, ২০১৪ সালের ১ জানুয়ারি ৩৬ বলে সেঞ্চুরি করে। পরের বছর জানুয়ারিতে অ্যান্ডারসনকে টপকে গেলেন এবি ডি ভিলিয়ার্স, এ সেঞ্চুরির পথে ভাঙলেন সনাথ জয়াসুরিয়ার ১৭ বলে ফিফটির রেকর্ডও। এ তালিকায় ৪৪ বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নামটি বলতে হবে। 
     


    আইসিসি সদস্য দেশগুলির টি-টোয়েন্টি ম্যাচগুলিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে, অদ্ভুত রেকর্ডের সংখ্যাও তাই বেড়ে গেছে। এ তালিকার তিনটি সেঞ্চুরিই যেমন ২০১৯ সালে, বিক্রমাসেকারা ও পেরিয়ালওয়ারের সেঞ্চুরি যেমন হয়েছিল পরপর দুই দিনে, দুটিই তুরস্কের বিপক্ষে। বিক্রমাসেকারার দল চেক প্রজাতন্ত্র সে ম্যাচে জিতেছিল ২৫৭ রানে, পেরিয়ালওয়ারের রোমানিয়া জিতেছিল ১৭৩ রানে। মুনসির সেঞ্চুরি অবশ্য ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। ডেভিড মিলার সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। বিক্রমাসেকারা, মিলারের সঙ্গে ৩৫ বলে সেঞ্চুরি করে শীর্ষে আছেন আরেকজন। কে তিনি? 

     

     

     

    উত্তর

    টেস্ট- অ্যাডাম গিলক্রিস্ট, বিপক্ষ ইংল্যান্ড, ২০০৬-০৭, পার্থ

    ওয়ানডে- মার্ক বাউচার, বিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৬-০৭, পচেফস্ট্রুম

    টি-টোয়েন্টি- রোহিত শর্মা, বিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৭-১৮, ইন্দোর