এবার তিন সংস্করণেই অধিনায়ক স্মিথ
ব্যাপারটা একরকম অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথই। অ্যারন ফিঞ্চ আর অধিনায়ক থাকছেন না। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছিলেন ফিঞ্চ। এবার সেটি এলো টেস্ট ও ওয়ানডে অধিনায়ক স্মিথের হাতেই। এই প্রথমবার তিন সংস্করণেই স্থায়ীভাবে একই অধিনায়ক পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
তবে এর চেয়েও সম্ভবত বড় চমক পিটার নেভিলের সুযোগ পাওয়া। এখন পর্যন্ত দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে সুযোগ পেয়ে গেছেন। আরও দুইজনের সুযোগ পাওয়াটা চমক বলতে হবে। অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পাও আছেন ১৫ জনের দলে। অথচ এই দুজনেরও এখন টি-টোয়েন্টি খেলা হয়নি। বাদ পড়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড, দুই স্পিনার নাথান লায়ন ও ক্যামেরন বয়েস।