ইংল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন আমির-হারিস
সামনের আগস্টে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা পাকিস্তানের। তবে এই সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ আমির ও হারিস সোহেল। এই দুজনকে বাদ দিয়ে ক্যাম্প করার জন্য ২৮ জন ক্রিকেটারের নাম ঘোষণা করবে পিসিবি। সঙ্গে থাকবেন ১৪ জন কোচিং ও সাপোর্ট স্টাফ।
করোনা ভাইরাসের জন্য ওয়েস্ট ইন্ডিজের হেটমেয়ার, কিমু পলরা কদিন আগে ইংল্যান্ড সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে আমির ও হারিসের কারণ আলাদা। আগস্টে দ্বিতীয় সন্তানের বাবা হবেন আমির। আর হারিস ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখনো অবশ্য সেই সফরের বিস্তারিত সূচি ঘোষণা করা হয়নি।
করোনা ভাইরাসের জন্য ক্রিকেটারদের আলাদা করে লাহোরে আবাসিক ক্যাম্প শুরু কথা ছিল এর মধ্যে। তবে কিছু জটিলতার কারণে সেটি এখনো শুরু হয়নি। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, করোনা ভাইরাসের জন্য আপাতত দেশে কিছু শুরু করা হবে না। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে বাবররা উড়ে যেতে পারেন ইংল্যান্ডে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল পৌঁছে গেছে ইংল্যান্ডে, সামনে মাসে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে এই সিরিজ দিয়ে।