• ক্রিকেটে করোনাভাইরাস
  • " />

     

    হাসপাতালে ভর্তি বা কক্ষ না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন: মাশরাফি

    হাসপাতালে ভর্তি বা কক্ষ না পাওয়ার অভিযোগ ভিত্তিহীন: মাশরাফি    

    দুই দিন আগে মাশরাফি বিন মুর্তজা নিশ্চিত করেছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। আজ খবর ছড়িয়ে পড়েছিল মাশরাফির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবা হচ্ছে। তবে নিজের ফেসবুক পেজ থেকে মাশরাফি নিশ্চিত করেছেন, হাসপাতালে ভর্তি বা কক্ষ না পাওয়ার গুজব ভিত্তিহীন।

     

     

    দুই দিন আগে করোনা ভাইরাস পজিটিভ আসার পরেই মাশরাফি জানিয়েছিলেন, শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। বাসাতে বসেই চিকিৎসা নিচ্ছেন। আজ হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে মাশরাফির অবস্থার অবনতি হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার কথাও ভাবা হচ্ছে। কয়েকটি গণমাধ্যমে এমনও লেখা হয়েছে, সামরিক হাসপাতালে কক্ষ না থাকায় মাশরাফিকে অন্য হাসপাতালে ভর্তি করানো হতে পারে।

    তবে মাশরাফি অব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি সুস্থই আছেন। কিছু পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হতে পারে তাকে। তবে ভর্তি হওয়ার বা কক্ষ না পাওয়ার গুজব ভিত্তিহীন। মাশরাফির সামান্য হাঁপানির সমস্যা থাকলেও আপাতত সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেই জানা গেছে তার পারিবারিক সূত্রে।